Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মৌমিতার গানে মাতোয়ারা শ্রোতা

পয়লা মে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেল এবং মৌমিতা মান্না অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা মান্নার গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘মধুর ধ্বনি বাজে’। দৃশ্যায়নে মেদিনীপুরের প্রাকৃতিক সৌন্দর্য। তার মাঝে দরাজ কন্ঠে শিল্পীর গান মন ছুঁয়েছে অসংখ্য দর্শকের। কিংশুক রায়ের সঙ্গীতায়োজন বিশেষ প্রশংসনীয়। বিশিষ্ট এসরাজ শিল্পী নন্দন দাশগুপ্তের যন্ত্র সহযোগ বাড়তি উল্লেখের দাবিদার। সেকেন্ড হাফ রেকর্ড স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। মিক্সিং ও মাস্টারিং করেছেন অভিজিৎ সামন্ত। পরিচালনার দায়িত্ব সামলেছেন অঙ্কন ঘোষ। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। শ্রোতামহলের অনেকেই শুভ কামনা জানিয়েছেন। পাশাপাশি তাঁরা পরবর্তী মিউজিক ভিডিওর জন্যও আশাবাদী।