Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

মৌমিতার রবীন্দ্রসঙ্গীত

বৈশাখের সূচনা মানেই, কবিপক্ষের অপেক্ষা। ২৫শে বৈশাখের আগমনের অনুষঙ্গে তাই নতুন রবীন্দ্রসঙ্গীত প্রকাশ করতে চলেছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা মান্না। গত ২৪শে এপ্রিল তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘মধুর ধ্বনি বাজে’ গানের টিজার। খুব তাড়াতাড়ি গানটি মুক্তি পেতে চলেছে বলে জানিয়েছেন তিনি। মৌমিতার নিজস্ব ইউটিউব চ্যানেলের পাশাপাশি ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলেও মুক্তি পাবে গানটি, যার ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।