Monday, February 3, 2025
৫ফোড়ন

যশরাজ ব্যানারে যশ

সময়টা ভালোই যাচ্ছে যশের। টলিউডের হ্যান্ডসাম এবং ট্যালেন্টেড যশ দাশগুপ্ত। বাংলা ছোট ও বড় পর্দার সীমানা ছাড়িয়ে ইতিমধ্যেই বলিউডে খাতা খুলে ফেলেছেন তিনি। দিব্যা খোসলা কুমারের ‘ইয়ারিয়া ২’ ছবিতে কাজ করছেন তিনি। তবে, পরের খবরটা এর থেকেও বড়। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বলিউডের প্রথম সারির প্রযোজনা গ্রুপগুলির অন্তর্গত যশরাজ ফিল্মসের ব্যানারে কাজ করতে চলেছেন যশ। পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ইতিমধ্যেই সাক্ষাৎ ঘটেছে তাঁর। ছবি সংক্রান্ত মিটিং সারা। খবরে প্রকাশ, খুব তাড়াতাড়ি ছবির কাজ শুরু হবে। যশরাজ ফিল্মস বহু নতুন অভিনেতাকে তারকা বানিয়েছে। এবার যশের পালা। যশের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে, এমনটাই বিশ্বাস তাঁর ভক্তদের।