যাপনে বিনোদিনী
সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুক এখন অনেকের ক্ষেত্রেই শিল্পচর্চার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুক লাইভে আমরা দেখতে পাচ্ছি নানা ভাবনার প্রাসঙ্গিক ও বেশ উন্নতমানের কিছু অনুষ্ঠান। থিয়েটার ফোরামের নাট্যমেব জয়তে পেজ থেকে গত ৫ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘যাপনে বিনোদিনী’ শিরোনামের একটি অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠান। নটি বিনোদিনী, বাংলা নাটকের ইতিহাসের এই কিংবদন্তি নারী তাঁর সময় ও যাপনের যাবতীয় বাধা অতিক্রম করে এগিয়ে এসেছিলেন বাংলা নাটকের উন্নতিকল্পে।
উনবিংশ শতাব্দী, বাংলার নব জাগরণের মুহূর্তটি গড়ে ওঠার ক্ষেত্রে যে পটভূমি, তিনিও তার এক উজ্জ্বল অংশীদার। সেই মহিয়সীকে কেন্দ্র করেই এই নিবেদন।
আজকের থিয়েটার যাপন যে মেয়েদের, তাঁদেরই একজন ডালিয়া চৌধুরী ছিলেন এদিনের অতিথি নাট্যশিল্পী। ডালিয়া একাধারে সংগীত ও নাটক–দুয়েরই সাধনা করেন নিয়মিত। এদিনের কথোপকথনে তাঁর নাট্যশিল্পের প্রতি নিষ্ঠা ও বিষয়কেন্দ্রিক মননের দিকটি সুন্দর উঠে আসে। সঞ্চালনায় পরিমিতি বোধে আকৃষ্ট করেন সানিয়া আফরিন। প্রসঙ্গত, এটি একটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা।