Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

যৌনকর্মীর যাপন-যন্ত্রনা নিয়ে নাটক ‘নাজিয়া’

এ বং পজিটিভ ও মৌলালি নব দিগন্ত’র যৌথ উদ্যোগে বাপ্পার নির্দেশনায় আগামী ১৫ জুলাই গিরিশ মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে ‘নাজিয়া’-র প্রথম শো। নাটকের কাহিনি লিখেছেন সুমিত ভট্টাচার্য। মূলত যৌনকর্মীদের দৈনন্দিন জীবনযন্ত্রণার ওপর নির্ভর করেই এই নাটক তৈরি হয়েছে। নির্দেশকের মতে এটি একটি পরীক্ষাধর্মী নাটক। ভিন্ন মাত্রার  এক প্রক্রিয়ার মধ্য দিয়ে নাটকটি সাজিয়ে তোলা হয়েছে। তার সঙ্গে রয়েছে মিউজিক, কোরিওগ্রাফি,  আলো, পোশাক ইত্যাদির প্রয়োগ।

পতিতা ও যৌনকর্মীদের অন্ধকার জগত নানা যুগে শিল্পীদের অনুপ্রাণিত করেছে। যদিও বাস্তবতা এই,  তাঁরা প্রতিনিয়ত সমাজের অবজ্ঞা অবহেলার শিকার ! সমাজ-সংসারে তাঁদের অস্তিত্ব আমরা উপেক্ষা করেই চলেছি। এমনই একজন উপেক্ষিত মেয়ে হল নাজিয়া। কোমল হৃদয়ের এই মেয়ে বড় কিছু করার স্বপ্ন দেখত। সে তার প্রেমিকের কাছে প্রতারিত হয়ে এই পেশায় এসেছে। তবে, এ গল্প শুধু নাজিয়ার নয়। তার হাত ধরে ১৩টি মেয়ের ভিন্ন ভিন্ন জীবন নিয়ে সৃষ্ট এই গল্প।

বাপ্পা তার প্রতিটি কাজের মধ্য দিয়েই সমাজের কালো দিকগুলিকে তুলে আনার চেষ্টা করে থাকেন, তা সিনেমা হোক বা নাটক। এই নাটকেও সমাজের সেই অনুষঙ্গেই তুলে ধরা হয়েছে নাজিয়ার কথা। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাপ্পা জানান,”দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি নাজিয়ার মুক্তির গল্পকে অনুভব করার জন্য। আমরা সোনাগাছির সংকীর্ণ পথগুলিতে স্পটলাইট ফেলে প্রকাশ করতে চলেছি আমাদের এই নতুন উপস্থাপনা। প্রতিবাদের ভাষা নিয়ে নতুন শহর গড়তে আসছে নাজিয়া।” নাটকটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। কোরিওগ্রাফি হীরক সাহা। গান গেয়েছেন অ্যানি আহমেদ ও সেবন্তী দাস। নাটকে অভিনয় করছেন ফেরদৌসী, দিশানি, রাজলক্ষ্মী, অলিপ্রিয়া, অঙ্কিতা, স্রোতস্বিনী, পাপিয়া প্রমুখ। প্রসঙ্গত, ১৫ জুলাই উদ্বোধনের পর আগামী ২৯শে জুলাই মিনার্ভা থিয়েটারে রয়েছে নাটকের দ্বিতীয় শো।