রক্তমাংসের বদলে মোম
শ্রাবন্তী মানেই খবরের দুনিয়ায় নিত্যনতুন বাহার। কখনও ব্যক্তিগত সম্পর্কজনিত বিতর্ক, কখনও বা পোশাক নিয়ে খুল্লাম খুল্লা তিনি ! এবার ইনস্টাগ্রামে নিজের রকমারি ছবি পোস্ট করলেন, যেখানে টম ক্রুজ, রণবীর কাপুর আর জাস্টিন বিবারের সঙ্গে নানা ভঙ্গিতে দাঁড়িয়ে তিনি। লোকজনের চক্ষু চড়কগাছ ! বিশেষত, রণবীরের ক্ষেত্রে তো একেবারে বুকে মাথা রেখে ছবি। পাঠক ঘাবড়াবেন না। এটা ওই নাকের বদলে নরুনের মতোই রক্তমাংসের মানুষের পরিবর্তে তাঁদের মোমের মূর্তির সঙ্গে পোজ দিয়েছেন শ্রাবন্তী। দুবাইতে মাদাম তুসোর মিউজিয়ামে গিয়েছিলেন তিনি। সেখানেই টম, জাস্টিন আর রণবীরের মোমের মূর্তি দেখে এহেন পরিকল্পনা কন্যার। সত্যি, খবরে থাকতে গেলে কত কি-ই না করতে হয় তারকাদের।