রথযাত্রার পূণ্য তিথিতে জগন্নাথ দেবের উপর একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হল “নন স্টপ বিনোদন” ইউ টিউব চ্যানেল এ
আগামী ১২ ই জুলাই রথযাত্রা । সেই রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ দেবের উপর নির্মিত একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হল নন স্টপ বিনোদন ইউ টিউব চ্যানেল এ ।
রথযাত্রা । এটি একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব । এই উৎসবে । ভগবান স্বয়ং পথে নামেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য । পুরীর রথযাত্রার সঙ্গে মিশে রয়েছে অনেক ইতিহাস ।
প্রতি বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার স্নানের উদ্দেশ্যে তাঁদের গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয় স্নান মণ্ডপে । ১০৮ ঘড়া জল দিয়ে স্নান করার পর জ্বর হয় জগন্নাথ দেবের । তিনি এসময় বিশ্রাম নেন । এইসময় তাঁর পূজা হয় না । জ্বর কমলে তিনি রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন । আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয় । তাঁরা তিনজনে ( জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ) সেই সময় রথে করে পাড়ি দেন মাসির বাড়ি । গুণ্ডিচার বাড়ি সাতদিন থেকে আবার তাঁরা রথে চেপে মন্দিরে ফিরে আসেন ।
জানেন কি ? পুরীর এই রথগুলি তৈরি হয় পুরোটাই কাঠ দিয়ে । এমনকি সেখানে কোনো লোহার পেরেক ব্যবহার করা হয় না । কাঠের পেরেক ব্যবহার করা হয় । প্রায় ১৪০০ কর্মী এই রথ নির্মাণে নিযুক্ত থাকেন । রথ তৈরি হয় নিমকাঠ দিয়ে । ২০৮ কেজি সোনা দিয়ে সেই রথ সাজানো হয় । ব্রহ্মাণ্ডপুরাণ অনুযায়ী পুরীর এই রথযাত্রা শুরু হয় সত্যযুগ থেকে । ভারতীয় রাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়।
এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের স্তোত্র পাঠের মাধ্যমে পুরীর জগন্নাথ ধামের চিত্র নিয়ে নির্মিত একটি ভিডিও সম্প্রতি প্রকাশিত হল “নন স্টপ বিনোদন” ইউ টিউব চ্যানেল এ ।
শোনার জন্য এবং ভিডিও টি দেখার জন্য অবশ্যই ক্লিক করুন নিম্নোক্ত লিংকটিতে।