রবীন্দ্রনাথ বারবার
‘সাহিত্য ও সিনেমা’য় গত সপ্তাহে আয়োজিত হয়েছিল একটি অনবদ্য আলোচনার আসর। বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট গল্প-উপন্যাস অবলম্বনে বাংলা ও হিন্দি সিনেমা। শিরোনাম ‘সিনেমায় রবীন্দ্রসাহিত্য’। প্রসঙ্গত, বাংলার আন্তর্জাতিক খ্যাত পরিচালকগণ তো বটেই, নতুনরাও তাঁর সৃজনী অবলম্বনে তৈরি করেছেন বহু উল্লেখযোগ্য ছবি। তাঁদের হাতেই রবীন্দ্রনাথের সংবেদনশীল লেখনীর ফসল সেলুলয়েডে নতুন মাত্রা পেয়েছে। গত ১১ই এপ্রিল সন্ধ্যায় তেমনই কিছু ছবি নিয়ে আলোচনা করলেন আমাদের অতিথি আকাশবাণীর এফ এম উপস্থাপক, কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠক ও প্রাবন্ধিক সুপ্রিয় রায়। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকে এমনই রকমারি বিষয় ও ব্যক্তিত্ব প্রসঙ্গে আলোচনা, যেখানে সাহিত্য ও সিনেমার নিবিড় মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।