Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

রাজু হিরানির ‘ডঙ্কি’-তে স্বতন্ত্র শাহরুখ

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। এবার রাজু হিরানির ছবিতে শাহরুখ খান। লিখেছেন সোমনাথ লাহা

যাবতীয় বিরুদ্ধ রাজনীতি, বিতর্ক, সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে, দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে, পর্দায় হাজির হন শাহরুখ খান, ‘পাঠান’ অবতারে। বাকিটা এখন ইতিহাস। ইতিমধ্যেই বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা অতিক্রম করে ফেলেছে শাহরুখ অভিনীত এই ছবি। মজার ব্যাপার হলো, বি টাউনের গেরুয়া শিবিরের লোকজন পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হচ্ছেন ‘পাঠান’ শাহরুখের। যাঁদের অন্যতম অনুপম খের। ভূমিকা ছেড়ে মূল প্রসঙ্গে আসি। আমাদের আলোচনার বিষয় নিছক ‘পাঠান’ নয়।

এই বছর শাহরুখ খান অভিনীত অন্যান্য যে ছবিগুলি মুক্তির অপেক্ষায় রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পরিচালক রাজকুমার হিরানির ছবি ‘ডঙ্কি’। এই ছবির হাত ধরেই প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন রাজকুমার। আর প্রথমবার কিং খানের সঙ্গে কাজ করেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরিচালক। ছবিতে বেশ কিছু বড় বড় দৃশ্য এবং সেই দৃশ্যের জন্য অনেকখানি টানা সংলাপ রয়েছে। পরিচালক রাজকুমার হিরানির কথায়, “ছবির পুরো চিত্রনাট্য শাহরুখের মুখস্থ। শুধু নিজের সংলাপ নয়, সহ অভিনেতাদের সংলাপ‌ও তাঁর মনে থাকে। কোন‌ও শুটিংয়ের জন্য দু’দিন সময় রাখলেও, শাহরুখ তা দু’ঘন্টায় শেষ করে ফেলছেন।”

Images 5 2
রাজু হিরানির 'ডঙ্কি'-তে স্বতন্ত্র শাহরুখ 7

আদতে, শাহরুখ যে কতটা মেধাবী, হিরানির এই উল্লেখে সে কথা নতুনভাবে উপলব্ধ। তাঁকে এই ব্যাপারে বলিউডের অন্যতম সেরা বললে, বাড়িয়ে বলা হবে না। এই নিরিখেই জানিয়ে রাখি, স্ব-উদ্যোগে বাড়ি থেকে এক একটি দৃশ্যের পনেরো রকমের ভিডিও করে পরিচালককে পাঠান শাহরুখ। ফলে সেটে পৌঁছে রাজকুমার সহজেই বুঝতে পেরে যান সেদিন কোন শটটা তিনি নেবেন ! রাজকুমার হিরানি যথার্থই বলেছেন, “শাহরুখের সঙ্গে যদি আরও আগে কাজ করতে পারতাম !”

শুধুমাত্র ছবির শুটিংই নয়। ছবির পুরো ইউনিটের সদস্যরাও যাতে খুশি থাকেন, সেই দিকেও নজর রয়েছে কিং খানের। প্রতিদিন শুটিংয়ের পর ছবির টিমের সদস্যদের সঙ্গে রাত পর্যন্ত পার্টি করেন শাহরুখ। অপরদিকে নিয়ম নেমে তাড়াতাড়ি ঘুমানো এবং সকাল-সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস হিরানির। কিন্তু ছবির সেটে গিয়ে রীতিমতো অবাক হ‌ওয়ার পালা পরিচালকের। রাত পর্যন্ত পার্টি করলেও সকাল সাতটার মধ্যে ঠিক সেটে পৌঁছে গেছেন  শাহরুখ। প্রসঙ্গত রাজকুমার হিরানির শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘সঞ্জু’। দীর্ঘ চারবছর পর ‘ডঙ্কি’ ছবির হাত ধরে আবার পরিচালনায় ফিরছেন তিনি।

মূলত কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে অভিবাসনের জন্য ভারতীয়রা ‘ডঙ্কি ফ্লাইট’ নামের একটি ব্যাকডোর রুটের ব্যপক ব্যবহার করে। সেই বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ছবির কাহিনি। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু। এছাড়াও ‘ডঙ্কি’-তে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বোমান ইরানি ও সতীশ শাহ। ছবিতে রয়েছে আরও একটি চমক। ‘ডঙ্কি’-র হাত ধরেই বড়পর্দায় শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন এই সময়ের সেরা অভিনেতাদের অন্যতম ভিকি কৌশল। এখানেই শেষ নয়। ছবিতে দু’জনকে একসঙ্গে একটি ডান্স সিকোয়েন্সে পা মেলাতেও দেখা যাবে। নাচটি কোরিওগ্রাফ করেছেন গণেশ আচার্য।

Images 8
রাজু হিরানির 'ডঙ্কি'-তে স্বতন্ত্র শাহরুখ 8

তবে, ‘ডঙ্কি’-র শুটিংয়ের শুরুটা যে খুব মসৃণ হয়েছে এমনটা নয়। কারণ ছবির প্রথম শিডিউলের শুটিংয়ের ফাঁকে‌ই ছবি থেকে বেরিয়ে যান সিনেমাটোগ্রাফার অমিত রায়। ছবি নিয়ে পরিচালকের সঙ্গে সৃজনশীল বিষয়ে মতান্তরই নাকি এর মূল কারণ বলে জানিয়েছিলেন চিত্রগ্রাহক। সংবাদ মাধ্যমের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত বলেন, “আমি আর ‘ডঙ্কি’-তে কাজ করছি না। ১৮/১৯ দিন কাজ করার পর ছেড়ে দিয়েছি। রাজু হিরানি এবং আমার দৃষ্টিভঙ্গিতে সৃজনশীল বিষয়ে কিছু পার্থক্য ছিল। আমরা দুজনেই একই বিন্দু থেকে বিষয়টা দেখতে পাচ্ছিলাম না। তবে, পুরো ব্যাপারটার মধ্যে কোথাও রাগারাগির জায়গা নেই। আমরা আলোচনার পর, খুব বন্ধুত্বপূর্ণ ভাবেই সিদ্ধান্ত নিয়েছি। সত্যি বলতে কী, আমি এ নিয়ে আর তিক্ততার মধ্যে যেতে চাইনি।” পাশাপাশি অমিত আরও জানান, তাঁর ছেড়ে আসার আগে অবধি নেওয়া শটগুলো ছবিতে ব্যবহার করা হবে।

Images 9
রাজু হিরানির 'ডঙ্কি'-তে স্বতন্ত্র শাহরুখ 9

ইতিমধ্যেই ‘পাঠান’ ছবির হাত ধরে বক্স অফিসে স্বমহিমায় ফিরে এসেছেন শাহরুখ। ছবিতে র-এজেন্টের ভূমিকায় কিং খানের অভিনয়ের পাশাপাশি তাঁর ফিজিক তথা অ্যাবস দেখে মুগ্ধ বাদশার গুণমুগ্ধরা। ছবিতে দীপিকার সঙ্গে ‘বেশরম রং’ হোক কিংবা ‘ঝুমে যো পাঠান’, দুটি গান‌ই সুপারহিট। মুক্তির অপেক্ষায় রয়েছে কিং খানের আরেক ছবি ‘জ‌ওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত সেই ছবিতে শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা নয়নতারা। এছাড়াও এই ছবিতে অন্যতম একটি চরিত্রে রয়েছেন প্রখ্যাত দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি। ক্রিসমাস তথা বড়দিনের প্রাক্কালে অর্থাৎ ২২ শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ডঙ্কি’-র। 

পরিচালক রাজকুমার হিরানির বিষয়ভাবনা ও তার পরিবেশন ভঙ্গি তামাম হিন্দি ছবির দর্শকের সম্ভ্রম আদায় করে নিয়েছে তাঁর কেরিয়ারের শুরু থেকেই। প্রসঙ্গত, ছবির আনুষ্ঠানিক ঘোষণার সময় পরিচালক ও কিং খানের মধ্যে ছবি সংক্রান্ত কথোপকথনের যে ভিডিওটি ছাড়া হয়, সেটিও যথেষ্ট আকর্ষণীয় ছিল। সেখান থেকেই দর্শকদের মধ্যে এই ছবিটিকে ঘিরে উন্মাদনার পারদ চড়তে শুরু করে। সব মিলিয়ে রাজকুমার হিরানি ও শাহরুখের যুগলবন্দির রসায়ন প্রত্যক্ষ করার জন্য যে মুখিয়ে থাকবেন সমস্ত হিন্দি সিনেমার দর্শক, বিশেষত, এস‌আরকে ফ্যানরা, সে কথা বলাই বাহুল্য।