রাজের জন্য শিল্পার ব্রত
স্বামী পর্ন ভিডিও শুটে আটক। সবার চোখ শিল্পা শেঠির দিকে। তিনি কী বলেন, কোথায় যান, রিয়ালিটি শো-এর মঞ্চে আবার তাঁকে দেখা যায় কিনা, তা নিয়ে জনতার মধ্যে রীতিমতো আলোড়ন পরে গেছিল। বলিউডের ঝাঁ চকচকে পর্দার আড়ালে একটা অন্ধকার অঞ্চল বরাবর ছিল। মাদকচক্র থেকে পর্ন ভিডিও শুট–পার্টিতে চূড়ান্ত অনৈতিক কান্ডকারখানা–এসব নিয়ে কেউ আর ইদানীং মাথাও ঘামাতো না তেমন ! তবে, ব্যবসায়ী হিসেবে রাজ কুন্দ্রার খ্যাতি (?) এবং শিল্পার স্বামী হওয়ার সৌজন্যে বিষয়টা নিয়ে একটু বেশি নাড়াচাড়া হয়, এই যা ! কিছুদিন পর সেটাও স্তিমিত হতে শুরু করে। শিল্পা তাঁর বিয়েটা বজায় রাখবেন কিনা, তা নিয়েও অনেকে সেসময় চিন্তান্বিত ছিলেন। সব আলোচনায় জল ঢেলে শিল্পা রিয়ালিটি শো-এর মঞ্চে ফিরলেন, বরাবরের মতোই চমক-ঢমক সহ। রাজও জামিন পেয়েছেন দুমাস জেল খাটার পরেই। এবার তাঁর সাফাই গাওয়ার পালা শুরু। অভিযোগের বিরুদ্ধে রাজের সাফাই, তিনি মোটেই পর্ন ভিডিয়ো নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন না। এমন সদাশয়, নির্দোষ স্বামীর জন্য শিল্পা করোয়া চৌতের ব্রত রাখবেন না, তাও কী হয়, সে লোকে যা-ই বলুক !