রানু আর ভুবন
‘রানাঘাটের লতা’ রানু মন্ডলের পর বীরভূমের বাদাম কাকু থুড়ি ভুবন বাদ্যকর। দরিদ্র ফেরিওয়ালা ভুবনের বাঁধা গান ‘কাঁচা বাদাম’ ভাইরাল হওয়া এবং গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে চর্চার বিষয়টি তুঙ্গে ওঠার ঘটনা রানুর হঠাৎ উত্থান স্মৃতি উসকে দেয় সহজেই। প্রসঙ্গত, কিছুদিন আগেই দেখছিলাম রানুর একটি ডান্স ভিডিও। সেখানে আবার তিনি ‘কাঁচা বাদাম’ গানেই কোমর দুলিয়েছেন। ‘মানিকে মাগে হিতে’ও গেয়ে ফেলেছেন রানু। রানুকে নিয়ে মাতামাতি, তারপর তাঁর মুম্বই যাত্রা–হিমেশ রেশমিয়ার নেকনজর, বেশ কিছুদিন খবরে থাকা এবং বিরতি। বিরতি না সমাপ্তি বোঝার আগেই আবার এই ডান্স ধামাকা। মাঝে দেখছিলাম, রানু নাকি আর্থিক কষ্টে আছেন। বাদাম কাকু ভুবনের সাম্প্রতিক খবর, কোনও এক ইউটিউবার নাকি তাঁকে দিয়ে গান রেকর্ডিং করিয়েছেন। এর আগে লোকজন ভুবনের অর্থকরী দিকটা তেমন দেখেনি। তার ‘কাঁচা বাদাম’ ভাইরাল করেই তারা দায় সারে। এই ইউটিউবার মহাশয় নাকি সেদিকে সচেতন করেছেন সকলকে। ভুবনের রোজগারের নিশ্চয়তা বেড়েছে। রানু এরমধ্যেই নানা বিতর্কে জড়িয়েছেন। ভুবনের পথ কী, এখনই বলা যাবে না। খবরে দেখলাম ভুবনের বাদাম আর কেউ কিনছে না। সকলেরই গান শোনার বায়না। বাদাম বিক্রি ছেড়ে রানুর পথেই হাঁটেন নাকি ভুবন, সেটাই এখন দেখার।