Monday, February 3, 2025
৫ফোড়ন

রুচিহীন হলেই বা কী ! সাফল্যই শেষ কথা !!

শুরুর দিকে খুবই খারাপ লাগত। অপমানিত বোধ করতাম। নিজের ঠোঁট নিয়ে রীতিমতো কমপ্লেক্সে ভুগতাম। তারপর ধীরে ধীরে সয়ে গেছে। আর এক্ষেত্রে আমাকে সবচেয়ে সাহায্য করেছে অর্চনা পূরণ সিংয়ের পরামর্শ এবং সহমর্মী আচরণ ! হিন্দি টিভির জনপ্রিয় মুখ, বঙ্গকন্যা সুমনা চক্রবর্তী সম্প্রতি এক পডকাস্ট সম্প্রচারে এভাবেই নিজের আবেগ বা অভিমান, যেটাই বলি, প্রকাশ করেছেন। প্রসঙ্গ, কপিল শর্মার কমেডি শো। এই শো নিয়ে খুব বেশি বলার দরকার পড়ে না। এর কমেডি মেজাজের কথা সকলেরই জানা। হিন্দি টিভির সর্বকালের অন্যতম হিট এই শোয়ের সবটা জুড়েই কমেডি কিং কপিল শর্মা। তাঁর জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। দেশের বাইরে বিদেশের মাটিতেও বিনোদনপ্রেমী মানুষের অতি প্রিয় তিনি। 

তবে, কপিলের এই শো-কে ঘিরে বিতর্কেরও শেষ নেই। শোয়ের ফরম্যাটের হিসেবেই সুমনাকে তাঁর পুরু ঠোঁট নিয়ে কপিলের কৌতুক-রঙ্গ-ব্যঙ্গ প্রায়ই সীমা অতিক্রম করে। এমনকী শোয়ে আগত অতিথিদেরও মাঝে মাঝে এই বিষয়ে রসিকতা করতে দেখা যায়। অর্চনা পূরণ সিংকে নিয়েও কপিলের রসিকতা মাত্রা ছাড়িয়ে যায় প্রায়ই। আমরা দেখি, অর্চনাও সেসব হেসেই উড়িয়ে দিচ্ছেন ! শোনা যায়, শোয়ের শর্ত মেনেই অর্চনার এই ভূমিকা ! তাই রসিকতার নামে অপমান, গায়ের ধুলো ঝেড়ে ফেলার মতোই অবহেলার ভঙ্গিতে গ্রহণ করতে দেখি তাঁকে আমরা। সত্যি, পয়সা বড় বালাই ! আর এই দর্শনের ওপর ভর করেই অর্চনা সুমনাকে পরামর্শ দিয়েছেন, তাঁর ঠোঁট সংক্রান্ত বিদ্রুপ অগ্রাহ্য করতে। অর্চনার কথায়, তুমি নিজেও যখন নিজেকে নিয়ে হাসতে পারবে, তখন দেখবে আর কষ্ট হচ্ছে না। এটাও বলেছেন, ঠোঁট নিয়ে কমপ্লেক্সে ভোগার কিছু নেই। এমন পুরু ঠোঁট পাওয়ার জন্য অনেকে সার্জারি পর্যন্ত করে ! তুমি সেটা জন্মগতভাবে পেয়েছ। 

অর্চনা যে কথাগুলো বলেছেন, তা যথার্থই বাস্তবসম্মত। আজকের সময়ে দাঁড়িয়ে, পেশাদারিত্বের প্রেক্ষিতে চূড়ান্ত ফর্মূলা সম্ভবত এটাই। তুচ্ছ অপমান গায়ে না মেখে আখের (পড়ুন পয়সা) গুছিয়ে নাও। সুমনা অর্চনার দেখান পথেই যে চলেছেন, সেটা উপলব্ধ। কিন্তু বিষয়টা তাঁর মনের গহনে যে ছাপ ফেলে রেখেছে আজও, তার প্রমাণ এই পডকাস্ট-উক্তি। দূর ভবিষ্যতে অর্চনাও এই জাতীয় কোনও অভিমান অভিব্যক্ত করলে অবাক হবো না। কপিল তাঁর শো শুরু করার পর অনেকেই তাঁকে ছেড়ে গেছেন, যাঁদের মধ্যে সুনীল গ্রোভার, আলি আসগর, উপাসনা সিং, কৃষ্ণ অন্যতম। এঁরা প্রত্যেকেই এখন নিজেদের মতো করে কাজ করছেন। কপিলের শোয়ে জায়গা করে নিয়েছেন নতুন মুখের তারকারা। পুরনোদের মধ্যে আছেন শুধু সুমনা, কিকু শারদা আর চন্দন প্রভাকর। কপিলের দক্ষতা নিয়ে প্রশ্ন নেই। সাফল্যই যে কালে শেষ কথা, তখন রুচি ইত্যাদি নিয়ে আর কে মাথা ঘামায় ? তবে, সুমনার সাম্প্রতিক বক্তব্য বলে দেয়, ওপর ওপর যতই ‘সব ঠিক আছে’ বলে মনে হোক, ছাইয়ের নিচ থেকে আগুন বেরিয়ে আসতে পারে, যে কোনও দিন!