Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

রূপঙ্কর ও মুন্নার যৌথ নিবেদন

নবারুণ দাশগুপ্তের কথায় ও সুরে গানে গানে ‘তুলি’র আঁচড় কাটলেন বাঙালির সেনসেশন রূপঙ্কর বাগচী ও বিশিষ্ট মহিলা সঙ্গীতশিল্পী মুন্না পাল। বছরের শুরুতেই দ্বৈত রোমান্টিক গান দর্শক বন্ধুদের উপহার দিলো নন-স্টপ বিনোদন ইউটিউব চ্যানেল। গত ২ জানুয়ারি মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘তুলি’। একাধিক খ্যাতনামা যন্ত্রশিল্পী কিবোর্ড-তবলা-গিটার-ম্যান্ডোলিন প্রভৃতি সংযোগে গানটিকে নতুন মাত্রা দিয়েছেন । গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ভিডিওটির অপূর্ব দৃশ্যপট ক্যামেরাবন্দি করেছেন অমিতাভ ব্যানার্জি। কখনও গান গাইছেন রূপঙ্কর, আবার কখনও মুন্না। পটভূমিতে প্রকৃতির মনোরম দৃশ্য। প্রেম-প্রকৃতি ও রোম্যান্টিসিজমে ভরা গানটি মন ছুঁয়েছে দর্শকদের। সব মিলিয়ে রূপঙ্কর-মুন্নার যুগলবন্দীতে ‘তুলি’-র আঁচড় এখন সব বয়সের শ্রোতার মনের ক্যানভাসে।