Monday, February 3, 2025
ওয়েব-Wave

রূপান্তরকামীর চরিত্রে চমকে দিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। গণেশ থেকে গৌরীর যাত্রাপথ–রূপান্তরকামীর চরিত্রে সুস্মিতার অভিনয়ের বিচ্ছুরণ ‘তালি’-তে। তৃতীয় লিঙ্গের মানুষদের লড়াইয়ের গল্প এবার ওয়েবে। লিখেছেন সোমনাথ লাহা

সামাজিক ক্ষেত্রে আজও কিন্নররা ব্রাত্য। তাঁদের জীবনযাপনের প্রতি পদে চরম প্রতিকূলতা, যার খবর বেশিরভাগ মানুষই রাখেন না। ইদানিং বেশ কিছু কাজ হচ্ছে ট্রান্সজেন্ডারদের নিয়ে। এই কাজগুলি আর‌ও স্বতঃস্ফূর্তভাবে হ‌ওয়া প্রয়োজন। আর এই কাজের ক্ষেত্রেই সাম্প্রতিক সংযোজন পরিচালক রবি যাদবের ওয়েব সিরিজ ‘তালি’। কিন্নর সমাজকর্মী গৌরী সাওয়ান্তের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ। মুখ্য চরিত্রে রয়েছেন সুস্মিতা সেন। এই চরিত্রে নিজেকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী। বস্তুত, জিও সিনেমায় ছয় পর্বের সিরিজ ‘তালি’ স্ট্রিমিং শুরুর আগে থেকেই এই নিয়ে আগ্রহ, উত্তেজনা ও বিতর্ক তুঙ্গে। বিতর্ক এটাই, সুস্মিতার কাজটিতে রাজি হওয়ার সিদ্ধান্ত নিয়ে বলিউডের একশ্রেণির লোক ব্যঙ্গ-বিদ্রুপ-উপহাসে সরব হয়েছে। এদের মুখে ঝামা ঘষে দিয়ে সুস্মিতা যে শিরদাঁড়া সোজা রেখে কাজটা করেছেন, তার জন্য তাঁকে হাজারো কুর্নিশ।

Images 8
রূপান্তরকামীর চরিত্রে চমকে দিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী 8

প্রান্তিক মানুষের হয়ে লড়াই করা গৌরীর কাহিনিই সিরিজে তুলে ধরেছেন পরিচালক। রূপান্তরকামী গৌরী সাওয়ান্ত একজন সমাজকর্মী। ‘সখী চর চৌঘী’ নামে তাঁর একটি ট্রাস্ট রয়েছে। গৌরীর এনজিও তৃতীয় লিঙ্গের মানুষের কাউন্সেলিং, যৌনকর্মীদের উন্নয়ন ও এইডস নিয়ে সচেতনতা-মূলক প্রচারের কাজ করে থাকে। নিজের ভালো কাজের কারণে গৌরীকে দেখা গিয়েছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মতো শোতেও। পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল গৌরী সাওয়ান্তের। তাঁর বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাতৃহারা হন। ঠাকুমার কাছেই বড় হ‌ওয়া। তার কারণে বাবা কষ্ট পান, সেটা চাননি তিনি। আঠারো বছরে বাড়ি ছাড়েন গৌরী, চলে আসেন মুম্বাইয়ে। তৃতীয় লিঙ্গের মানুষদের সমানাধিকারের দাবিতে ২০১৪-তে হ‌ওয়া ‘নালসা’  মামলায় অন্যতম পিটিশনার ছিলেন গৌরী। তৃতীয় লিঙ্গের মানুষের সমানাধিকার, শিশুদের দত্তক নেওয়ার অধিকার তার‌ই লড়াইয়ের ফল।

বলতেই হবে, এই সিরিজে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছেন সুস্মিতা। কপালে বড় টিপ, গলায় রুদ্রাক্ষের মালা, চুল পরিপাটি করে বাঁধা একটি খোঁপায়। চোখেমুখ জুড়ে দৃঢ় প্রত্যয়ের ছাপ। তাঁর লুক প্রকাশ্যে আসার পরই সকলের নজর কেড়েছিল। রক্তমাংসের এই চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তোলার প্রস্তুতিতে কোন‌ও খামতি রাখেননি অভিনেত্রী। গৌরীর চরিত্রে নিজেকে মেলে ধরতে চালচলন থেকে বাচনভঙ্গি সবেতেই আমূল পরিবর্তন করেছেন সুস্মিতা। জনপ্রিয় একটি পোর্টালে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, গৌরীর সঙ্গে দেখা করার আগেই ইউটিউবে তিনি তার একাধিক ভিডিও দেখেছিলেন। গৌরী সাওয়ান্তের সঙ্গে দেখা করেই বুঝেছিলেন তিনি একজন দয়ালু, সহানুভূতিশীল মানুষ। 

Images 12 42
রূপান্তরকামীর চরিত্রে চমকে দিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী 9

চরিত্রটিতে অভিনয়ের জন্য কোন‌ও প্রস্থেটিকের দ্বারস্থ হননি অভিনেত্রী। সুস্মিতার কথায় ‘‘আমাকে প্রথমে গণেশের চরিত্রে, তারপর গৌরীর চরিত্রে অভিনয় করতে হয়েছিল। পুরুষের চরিত্রে অভিনয়ের সময় আমি বুকে ব্যান্ডেজ বেঁধে নিতাম। এমনকি, আমার শরীরের মধ্যে পুরুষালি অভিব্যক্তি ফুটিয়ে তোলার জন্য ক্রচ গার্ড পরেও শুটিং করেছি।’’ পুরুষালি শারীরিক গড়ন আনতে অভিনেত্রী বাড়িয়েছেন নিজের ওজন। এমনকি ডাবিংয়ের সময়ও পুরুষ কণ্ঠের অংশগুলো আলাদা করে ডাব করেছিলেন। কণ্ঠস্বর‌ও ভারী করতে হয়েছিল। ফলে গলার স্বর ভেঙে গিয়েছিল সুস্মিতার। অভিনেত্রীর কথায়, “আমার গলা যত ভেঙে গিয়েছে, ততই এই স্বর আরও পারফেক্ট হয়েছে। বারবার চেষ্ট করতে করতে ভুল-ত্রুটির মধ্যে দিয়েই সঠিকটা অর্জন করেছি।”

Images 12 62
রূপান্তরকামীর চরিত্রে চমকে দিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী 10

সুস্মিতা আর‌ও বলেছেন,’তালি’ সিরিজের শুটিং সেটে একটি টিমে ৭০ শতাংশ কুশীলব ছিলেন কিন্নর। তাঁর কথায়, “আমরা ভুল করলেই ওরা হাত দেখাতেন। ওদের নির্দেশনা মেনে আমরা ভুল শুধরে নিতাম।” এত দায়বদ্ধতার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘ছক্কা’ বলে সম্বোধন‌ও করা হয়েছে। সুস্মিতা বলেছেন, “প্রথমে এই ধরণের সমালোচনা দেখেশুনে প্রভাবিত হলেও, গৌরীর যন্ত্রনাটা উপলব্ধি করতে পেরেছিলাম।” এই সিরিজের হাত ধরে বিনোদন দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রীর বড় কন্যা রেনে। সিরিজের ট্রেলারের আবহে শোনা গিয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওই মন্ত্রোচ্চারণেই কণ্ঠ দিয়েছেন রেনে। ইনস্টাগ্রামে রেনের ছবি-সহ ওই মন্ত্রোচ্চারণের ভিডিয়ো পোস্ট করে সুস্মিতা লিখেছেন, “জীবনের বৃত্ত সম্পূর্ণ হল !! আমার মেয়ে রেনে সেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেছে।”

Images 12 73
রূপান্তরকামীর চরিত্রে চমকে দিয়েছেন প্রাক্তন ব্রম্মান্ডসুন্দরী 11

মেলোড্রামায় পূর্ণ ‘তালি’ সিরিজটি নন লিনিয়ার ফরম্যাটে গড়া। কিছু কিছু ক্ষেত্রে চিত্রনাট্যের খামতি ধরা পড়ে। কিছু জায়গায় মেকআপ‌ও ক্রটিপূর্ণ। তবে, সমস্ত বিচ্যুতি নিজের অভিনয় দিয়ে ঢেকে দিয়েছেন সুস্মিতা। সিরিজে কয়েকটি দৃশ্যের কথা না বললেই নয়। পুলিশ ও ডাক্তারের সঙ্গে সুস্মিতার কথা কাটাকাটির দৃশ্যে তাঁর অভিব্যক্তি চমৎকার ! একটি চ্যাট শোয়ে যেভাবে দর্শকদের থামিয়ে দিয়ে তিনি সংলাপ বলতে শুরু করেন, সেটি দেখার মতো। বিশেষভাবে বলতে হয় লিঙ্গ পরিবর্তন করাকালীন অপারেশন রুমে তাঁর কিছু না বলা শারীরিক অভিব্যক্তির দৃশ্য। সিরিজে সুস্মিতার ছোট বয়সের চরিত্রে ক্রতিকা দেও-র অভিনয় মন ছুঁয়ে যায়। এছাড়াও যথাযথ অঙ্কুর ভাটিয়া, হেমাঙ্গী কবি। বলিউড সুস্মিতাকে সেভাবে ব্যবহার করতেই পারেনি। তাই তো একটি বিখ্যাত ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আক্ষেপের সুরে বলেছেন, “আমার কেরিয়ার শুরু হলো কোথায় যে শেষ হয়ে যাবে!” ‘সময়’, ‘ফিলহাল’, ‘আঁখে’, ‘নির্বাক’-এর মতো ছবি প্রমাণ করে, সুস্মিতা কত বড় মাপের অভিনেত্রী। তাঁর কেরিয়ারে ‘তালি’ যে নয়া অধ্যায় জুড়ল, তাতে কোনও সন্দেহ নেই।