Monday, February 3, 2025
৫ফোড়ন

রোহমানের কাছেই সম্ভবত ফিরছেন প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী

প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীর সঙ্গে ললিত মোদীর সম্পর্ক নিয়ে একদা বিপুলভাবে জলঘোলা হয়। পর্দার বাইরের এই ভিলেনের সঙ্গে বং সুন্দরী সুস্মিতা সেনের প্রেম একদিকে যেমন বিতর্কের সৃষ্টি করে, অন্যদিকে এই বিষয়ে সুস্মিতার স্পষ্ট স্বীকারোক্তি চমকে দেয় তাঁর অগণিত ভক্তকে। সুস্মিতার জীবনে অবশ্য ললিতই প্রথম ‘কলা’ থুড়ি প্রেম নয় ! বেশ কয়েকজন বলিউড তারকার সঙ্গেই জড়িয়েছে তাঁর নাম। সেসব রটনা না সত্যি, তা জানার তেমন কোনও উপায় নেই। তবে, যেটা একেবারে খাঁটি সত্য, সেটা হলো রোহমান শলের সঙ্গে সুস্মিতার প্রেম ও বিচ্ছেদ। ২০১৮-য় প্রেম শুরু, ভাঙন ২০২১-এ। তারপরই ললিতের আগমন তাঁর জীবনে। যদিও, রোহমানের সঙ্গে সুস্মিতাকে এরপরেও দেখা গিয়েছে। এমনকী সুস্মিতার কন্যাদের সঙ্গেও বরাবর অটুট রোহমানের সম্পর্ক। এই কারণেই কিছু মিডিয়া প্রশ্ন তুলেছে, তাহলে কী রোহমান-সুস্মিতা আবার সম্পর্কে ফিরছেন ? এর উত্তরে রোহমান সাফ জানান, কাউকে জবাব দেবার দায় নেই তাঁদের। সুস্মিতা অবশ্য চুপ ! কে জানে কী আছে সুন্দরীর মনে !