Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

লড়াই এবার আকাশে

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। হৃত্বিক ও কঙ্গনার মধ্যে যুদ্ধ এবার আকাশে! লিখেছেন চন্দন রায়

কাদের মধ্যে লড়াই ? কেন, সুপারস্টার হৃত্বিক রোশন আর কঙ্গনা রানাওয়াতের ! কিন্তু, সে তো পুরোনো কথা–সেই ‘কৃষ-২’ ছবির পর থেকেই! নতুন করে আবার কী হলো ? এবার সে খবরই দেব পাঠকদের। সংবাদ মাধ্যম সূত্রে সকলেই জানেন, হৃত্বিক-কঙ্গনার লড়াই সেই যে শুরু হয়েছিল, তারপর আর থামার নাম করে না ! যদিও, ওঁদের এ লড়াইকে কিছুটা একতরফাই বলা যায়। একজন চরম উচ্চকিত অপরজন নীরব প্রতিবাদী ! মোদ্দা কথা, সেই পুরোনো তিক্ততার রেশ ধরেই এবার আকাশপথে তাঁদের নতুন যুদ্ধ! ব্যাপারটা হলো এই, দুই তারকারই নতুন ছবি রিলিজ করতে চলেছে! আর সেই ছবিদুটির বিষয়বস্তু নিয়েই গোল বেঁধেছে দুই সুপার তারকার মধ্যে। যুদ্ধ সরাসরি না হলেও, সুযোগ পেলেই আজও পরস্পরকে একটু চিমটি কেটে দেওয়ার ইচ্ছেটা যাচ্ছে না এই তারকাদের! এও সকলের জানা, এ ব্যাপারে বরাবর কঙ্গনাই এগিয়ে। হৃত্বিক মূলত চুপচাপ মজা দেখার মধ্য দিয়েই কঙ্গনাকে তাতিয়ে তোলায় বিশ্বাসী।

এবার ছবির কথায় আসি। কঙ্গনা অভিনীত ছবিটির নাম ‘তেজস’। ভারতীয় এয়ারফোর্স অফিসার তেজস গিল-এর চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা। সর্বেশ মেওয়ারা লিখিত ও পরিচালিত ‘তেজস’ মুক্তি পাওয়ার কথা দশেরার উৎসব মুখর সময়ে। এই ছবিতে বাস্তবের এয়ারফোর্স অফিসার তথা দেশের অনুগত সৈনিক তেজস গিলকে সিনেমার পর্দায় তুলে ধরতে চলেছেন কঙ্গনা। অবশ্যই প্রশংসনীয় এক উদ্যোগ! ‘দেশভক্ত’ কঙ্গনা যে এই নিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রচারে নামবেন, সে তো জানা কথাই ! তিনি সেই নিরিখেই পরম উচ্ছ্বাসে বলে বেড়াচ্ছেন, এটাই ভারতের প্রথম ‘এরিয়াল অ্যাকশন মুভি’! বলা বাহুল্য, তাঁর এই দাবি হৃত্বিক অ্যান্ড কোং-কে কিঞ্চিৎ খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই। আসলে হৃত্বিকের পরবর্তী ছবি ‘ফাইটার’-ও  আকাশ-যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে! আর সেই ছবি তৈরি করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি ‘পাঠান’-এর সাফল্যের পর খ্যাতির মধ্যগগনে!

Images 133
লড়াই এবার আকাশে 9

‘ফাইটার’ ছবিতে হৃত্বিকের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন, যার জনপ্রিয়তাও এখন ভারতের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে প্রসারিত ! দীপিকা এখন গ্লোবাল স্টার! প্রসঙ্গত, এই ছবিকে ঘিরেই প্রথম পর্দায় জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক-দীপিকা। ‘ফাইটার’-এর গল্প ‘তেজস’-এর মতো কোনও বাস্তব-চরিত্র নির্ভর নয়। যদিও, এই ছবির কথা অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন সিদ্ধার্থ! তাঁর কথায়, এমন এক ছবি তিনি উপহার দিতে চলেছেন, যেটা হবে ভারতের প্রথম ‘এরিয়াল অ্যাকশন মুভি’। এই ছবির কনটেন্ট এবং মেকিং ঠিক যে উচ্চতায় পরিচালক নিয়ে যেতে চেষ্টা করেছেন, যেখান থেকে হলিউড তথা আন্তর্জাতিক মানের সমকক্ষ হতে  চলেছে এই ছবি! এই তথ্য জানিয়েছেন ফাইটার-এর নির্মাতারা! 

তাহলে কোন ছবিটি শেষপর্যন্ত পাবে প্রথম ভারতীয় এরিয়াল অ্যাকশন মুভির স্বীকৃতি ? ‘তেজস’, না, ‘ফাইটার’? প্রতিযোগিতায় কোনও ভাবেই যাতে একদা পরম বন্ধু কিন্তু এখন পরম শত্রু হৃত্বিকের থেকে  পিছিয়ে পড়তে না হয়, তার জন্য টিম কঙ্গনা  অক্টোবরের ২০ তারিখেই রিলিজ করতে চলেছে, তাদের ছবি ‘তেজস’। কোনওমতেই আসলে হৃত্বিকের কাছে হারতে রাজি নন কঙ্গনা! অন্যদিকে ‘তেজস’ নিয়ে প্রকাশ্যে কোনও বাড়তি মাথাব্যথা দেখাচ্ছে না টিম ‘ফাইটার’! হৃত্বিক এবং সিদ্ধার্থ আগামী বছরের জানুয়ারিতে রিলিজ ডেট ধার্য করেছেন ‘ফাইটার’-এর।  তবে, এই ছবি যে আকাশ-যুদ্ধের নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছে ভারতীয় সিনেমার এলাকায়, সে ব্যাপারে তাঁদের লাগাতার প্রচার অব্যাহত!

Images 19
লড়াই এবার আকাশে 10

এইসব পেশাদারী যুদ্ধের মাঝে হৃত্বিক রোশনের সঙ্গে পুরোনো শত্রুতা (না কি প্রেম!) আজও জিইয়ে রাখার যে অদম্য প্রচেষ্টা কঙ্গনা বজায় রেখেছেন, তা এখন আর অনেকেরই ভালো লাগছে না। নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করেছেন, খামোখা হৃত্বিকের পিছনে না লেগে থেকে কঙ্গনার উচিত ভালো করে অভিনয়টা করা। একের পর এক ফ্লপ ছবির বোঝা যে সাঁড়াশির মতো চেপে বসছে তাঁর ঘাড়ে! অন্যদিকে হৃত্বিকের ফিল্মি কেরিয়ার কিন্তু এখন অনেকটাই স্থিতধী পর্যায়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এর আগেই তিনি দুটি প্রবল জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তাঁর দর্শকদের! ২০১৪-তে ‘ব্যাং ব্যাং’ এবং ২০১৯-এ ‘ওয়ার’! তারপর শাহরুখ খানকে ক্রমাগত ফ্লপ ছবির দুঃসময় থেকেও সম্প্রতি উদ্ধার করেছেন এই সিদ্ধার্থ আনন্দই, ‘পাঠান’ ছবির মধ্য দিয়ে।

Images 202
লড়াই এবার আকাশে 11

সুতরাং কঙ্গনার বিপরীতে আছে জোরদার ‘ফাইটার’, এই সত্যটা অস্বীকার করার কোনও উপায় নেই। এরিয়াল ফাইটে কে যে শেষ পর্যন্ত দর্শকের মন জিতে নেবেন, সেটার উত্তর অবশ্য আপাতত সময়ের হাতেই! প্রকাশ্যে যুদ্ধং দেহি ভাব না দেখালেও পরস্পরকে টেক্কা দেওয়ার অদম্য একটা প্রতিযোগিতার চোরাস্রোত দিব্যি বইতে দেখা যাচ্ছে বলিউডের আগামী উৎসবের দিনগুলিকে ঘিরে! উত্তেজনা দুই তারকা-ভক্ত তথা দর্শককুলের মধ্যেও। আগামী আকাশ-যুদ্ধে কে জিতবেন দর্শকের মন, হৃত্বিক, না কঙ্গনা–তাই নিয়ে বাজার পুরো গরম !!