লাইট-ক্যামেরা-একশন
‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আপনারা দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনের সঙ্গে জমে ওঠে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন। আগামী ১ নভেম্বর এই আসরে আসছেন পরিচালক কুমার চৌধুরীর অত্যন্ত সাড়া ফেলে দেওয়া ছবি ‘প্রিয় চিনার পাতা ইতি সেগুন’-এর প্রযোজক পিয়ালী চৌধুরী এবং দুই মুখ্য অভিনেতা পিয়ালী সামন্ত ও ক্যাপ্টেন আরমান। তাঁদের মুখে শুনবো ছবি নিয়ে অভিজ্ঞতা ও আবেগের কথা।