Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

লাইট-ক্যামেরা-একশন

‘আমার আমি’ চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আপনারা দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান লাইট-ক্যামেরা-একশন। সিনেমা, টিভি, মঞ্চ ও রেডিও–বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনের সঙ্গে জমে ওঠে আড্ডা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন। গত ২ আগস্ট সন্ধ্যা ৭টায় এই আসরে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী, লেখক, নাট্যকার, নির্দেশক ও প্রশিক্ষক খেয়ালী দস্তিদার। বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর কাছ থেকে আমরা শুনলাম তাঁর বর্ণময় অভিজ্ঞতার গল্প। একদিকে বাবার প্রতিষ্ঠিত ‘চার্বাক’ নাট্যদল, যার ব্যাটন আজ খেয়ালীর হাতে। অন্যদিকে তাঁর টেলিভিশনের স্মৃতি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আধারিত জোছন দস্তিদারের কাল্ট প্রযোজনা বাংলা মেগা ‘সেই সময়’ এবং তার সঙ্গে খেয়ালীর সংযুক্তি–সব নিয়েই আবেগাপ্লুত হয়ে ওঠেন এই বর্ণিল মানুষটি। আগামী ৯ই আগস্ট এই শোয়ের অতিথি থাকছেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের খ্যাতনামা তথ্যচিত্র নির্মাতা, আবৃত্তি প্রশিক্ষক ও শিল্পী, লেখক ও প্রকাশক এবং একজন দক্ষ সংগঠক জাহান বশীর। আগামী ১৬ই আগস্ট আসছেন প্রখ্যাত লেখক, গীতিকার ও পরিচালক রাকেশ ত্রিপাঠী। বিষয় ‘সিনেমার স্বাধীনতা’। দেখুন সন্ধ্যা ৭টায়।