লা ভি দে ফ্রিদা
জন্মের পর কিছু বুঝে ওঠার আগেই হয়তো আমাদের জীবনের লক্ষ্য নির্ধারিত হয়ে যায় অভিভাবকদের দ্বারা। কেউ কেউ হয়তো নিজেই বেছে নেন নিজের জীবনের লক্ষ্য। খুবই ভাগ্যবান, যাঁরা, তাঁরা তাঁদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করতে পারেন। আবার, তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও লক্ষ্যপূরণ সম্ভব হয় না অনেকের পক্ষেই। ভাগ্য সহায় নয়, এমনটা ভাবেন কেউ কেউ। যাঁরা ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের আইকন বানিয়ে তোলেন, হয়ে ওঠেন অনন্য, ফ্রিদা কাহলো হলেন তাঁদেরই একজন। তীব্র শারীরিক প্রতিবন্ধকতা জয় করেছেন ফ্রিদা অপরিসীম মনোবলের দ্বারা। এই অনন্য চিত্রশিল্পীই হলেন শিল্পী শর্মিলা পালের অনুপ্রেরণা। শর্মিলা নিজেও বহু প্রতিকূলতা কাটিয়ে নিজের শিল্পীসত্ত্বাকে টিকিয়ে রেখেছেন। তাঁর ছবির সাম্প্রতিক প্রদর্শনী ‘লা ভি দে ফ্রিদা’ এই ভাবধারা অনুসরণেই পরিকল্পিত। মোট ৫০টি ছবি রয়েছে এই প্রদর্শনীতে, মাধ্যম অ্যাক্রিলিক অন পেপার। এটি শর্মিলার দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। এখানে তিনি রঙে ও রেখায় ফিদার ব্যাক্তিত্বকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। গত ১লা আগস্ট কলকাতার আরশি ক্যাফেতে শুরু হয়েছে শর্মিলার আঁকা ব্যতিক্রমী ভাবনার ছবির প্রদর্শনী ‘লা ভি দে ফ্রিদা’। চলবে ১৫ই আগস্ট পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা।