Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করে আপ্লুত মেগার পরিচালক

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। কী ঘটবে পর্ণার জীবনে ? আজ ‘নিম ফুলের মধু’-র সেটের অভিজ্ঞতা জানিয়েছেন সোমনাথ লাহা

চাকরি নাকি সংসার ? পর্ণার স্বাধীনচেতা মনোভাবে পর্ণা-সৃজনের সম্পর্কের সমীকরণ এবার কোন খাতে ? এইসব নানা প্রশ্ন নিয়েই জি বাংলায় জমে উঠেছে ‘নিম ফুলের মধু’। প্রসঙ্গত, এই মেগার হাত ধরেই আবার বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন পল্লবী শর্মা। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ও পরিচিত মুখ তিনি। এই ধারাবাহিকে পল্লবী জুটি বেঁধেছেন ছোটপর্দার আরেক পরিচিত অভিনেতা রুবেল দাসের সঙ্গে। এছাড়াও এই মেগায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী। ধারাবাহিকটি পরিচালনা করছেন অনুপ চক্রবর্তী।

ইতিমধ্যেই দর্শক দেখেছেন দক্ষিণ কলকাতার নিউক্লিয়ার পরিবারের মেয়ে পর্ণা উত্তর কলকাতার একান্নবর্তী দত্তবাড়িতে ব‌উ হয়ে এসে পড়েছে। দত্তবাড়ির ছেলে সৃজনের সঙ্গে বিয়ে হয়েছে তার। পর্ণা  হাসিখুশি একটা মেয়ে। হ‌ইচ‌ই করতে ভালবাসে। দত্তবাড়িতে আসার পর সে ভেবেছিল একান্নবর্তী পরিবারের অন্যরকম একটা ছবি পাবে‌। পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করবে। পর্ণা জানে শ্বশুরবাড়িতে অনেক কিছুই ওর পছন্দমতো হবে না। কিন্তু ও মানিয়ে গুছিয়ে সুন্দর করে থাকবে। কিন্তু সৃজনের মা সেরকম সুবিধের মানুষ নয়। এছাড়াও ছেলেকে নিয়ে তার অধিকারবোধ তীব্র। ছেলেও মা ন্যাওটা এবং কিপটে। ফলে শুরু হয় নানারকম সমস্যা।

Fb Img 1674123320512
লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করে আপ্লুত মেগার পরিচালক 6

একান্নবর্তী পরিবারে এই ধরণের সমস্যা হয়েই থাকে। তবে, পর্ণার পাশে রয়েছেন ঠাম্মি হেমনলিনী, যিনি সম্পর্কে তার দিদিশাশুড়ি। তিনি একটি দামী কথা শিখিয়েছেন পর্ণাকে। বিয়ের প্রথম বছরটা ভীষণ স্পর্শকাতর। তেতোও হতে পারে, আবার মিষ্টিও। তিক্ততার সম্ভাবনাই বেশি। তা হলেও, সংসারের সমীকরণটা বুঝতে পারলেই নিম ফুলের মধু আজীবন লেগে থাকবে দাম্পত্যে। দত্তবাড়িতে ঠাম্মি যা বলবেন, সেটাই শেষকথা। তাঁর পরামর্শ মেনেই পর্ণাও ঝাঁপায় সংসার সমুদ্রে। চেষ্টা করে নানাভাবে। কয়েকটিতে সফল‌ও হয়। সে সাবান তৈরি করে সবাইকে আলাদা করে সাবানের ব্যবহার করতে শিখিয়েছে। সবাই মিলে একসঙ্গে টাকা দিয়ে ফিস্টের আয়োজন‌ও করেছে।

এবার মেগার কাহিনিতে এসেছে নতুন মোড়। পর্ণা এবার চাইছে নিজে রোজগার করতে। চাকরি করে স্বনির্ভর হয়ে পরিবারের কাজে লাগতে চাইছে। কিন্তু পর্ণার সেই ইচ্ছাতে বাধ সাধছে তার শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এমনকি মা না চাওয়ায় সৃজন‌ও পর্ণার পাশে দাঁড়ায় না। কারণ দত্তবাড়ির ব‌উরা বাড়ির বাইরে গিয়ে চাকরি করে না। সব বাধা কাটিয়ে চাকরি করার সিদ্ধান্তে অবিচল থাকে পর্ণা। ফলস্বরূপ শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তাকে। হয় চাকরি নতুবা সংসার–যে কোন‌ও একটা বেছে নিতে হবে তাকে। এমতাবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো পর্ণাকে নিজের বাড়িতে নিয়ে আসে ওর প্রিয় বান্ধবী রুচিরা। তাহলে কি পর্ণার স্বাধীনচেতা মনোভাব, চাকরি করাই তার সংসারে সমস্যা তৈরি করবে ? কোন খাতে ব‌ইবে সৃজন-পর্ণার সম্পর্কের সমীকরণ ? উত্তর মিলবে ধারাবাহিকটির পরবর্তী পর্বগুলিতে।

Fb Img 1674123327263
লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করে আপ্লুত মেগার পরিচালক 7

সম্প্রতি ইন্দ্রপুরী স্টুডিওতে ‘নিম ফুলের মধু’-র সেটে গিয়ে দেখা গেল রুচিরার বাড়ির বেডরুমের খাটে পাশাপাশি বসে কথাবার্তা চলছে পর্ণা ও তাঁর বন্ধু রুচিরার মধ্যে। একদিকে চাকরি, অন্যদিকে সংসার–মনের মধ্যে টানাপোড়েন চলছে পর্ণার। দৃশ্যটি এক টেকে ‘ওকে’ করলেন পরিচালক। পর্ণার বন্ধু রুচিরার ভূমিকায় রয়েছেন সৌমী চক্রবর্তী। ঠাম্মি হেমনলিনীর ভূমিকায় রয়েছেন লিলি চক্রবর্তী। অন্যান্য চরিত্রে রয়েছেন অরিজিতা মুখোপাধ্যায় (সৃজনের মা), অর্ঘ্য মুখোপাধ্যায় (সৃজনের বাবা), বিশ্বনাথ বসু (পর্ণার বাবা), সংযুক্তা রায়চৌধুরী (পর্ণার মা), প্রসূন গায়েন, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, মানসী সেনগুপ্ত, নবনীতা মালাকার, তনুশ্রী গোস্বামী, উদয় প্রতাপ সিং, অমিতাভ দাস, গৌতম মুখোপাধ্যায় প্রমুখ।

Pxl 20230118 152942030
লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করে আপ্লুত মেগার পরিচালক 8

ধারাবাহিকটি নিয়ে দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে যথেষ্টই খুশি পরিচালক অনুপ চক্রবর্তী। তাঁর কথায়, “দর্শকদের থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। নতুন এই জুটিকে দর্শক পছন্দ করেছেন। আসলে পর্ণা-সৃজন এই দুই চরিত্রের ভাবনার মধ্যে তফাৎ রয়েছে। একজন দক্ষিণ কলকাতায় বড় হ‌ওয়া একটি মেয়ে। অপরজন উত্তর কলকাতায় বড় হ‌ওয়া একটি ছেলে। দুজনের মধ্যেকার পারস্পরিক কনফ্লিক্টটা দর্শকদের ভালো লেগেছে।” পাশাপাশি পল্লবী-রুবেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে পরিচালক জানান, “রুবেলের সঙ্গে আমি আগেও কাজ করেছি। পল্লবীর সঙ্গে প্রথমবার কাজ করছি। খুব ভালো ওরা। শুটিং ফ্রেন্ডলি। কাজ করে ভীষণ ভালো লাগছে।” তবে, লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে আপ্লুত পরিচালক। তিনি বলেন, “আমি ধন্য হয়ে গিয়েছি এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে। আমি ভাবতেও পারিনি ওনার সঙ্গে আবার দেখা হবে, কথা হবে, শুটিং করব ওনার সঙ্গে। দুর্দান্ত অভিজ্ঞতা।” পরিচালকের থেকেই জানা গেল ইন্দ্রপুরী স্টুডিও ছাড়াও উত্তর কলকাতার বিভিন্ন স্থানে ও কলকাতার বিভিন্ন অংশে শুটিং হয়েছে এই ধারাবাহিকের।

Fb Img 1674123610333
লিলি চক্রবর্তীর সঙ্গে কাজ করে আপ্লুত মেগার পরিচালক 9

ধারাবাহিকে পর্ণার বান্ধবী রুচিরার চরিত্রে অভিনয় করছেন সৌমী চক্রবর্তী। শুটিংয়ের ফাঁকে সৌমী জানাল, “আমার চরিত্রটা পর্ণার বেস্ট ফ্রেন্ডের। তবে ভবিষ্যতে সে দত্তবাড়ির ছোটব‌উ হতে পারে। সেটা একটু একটু দেখানো হয়েছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য।”  সৌমী আর‌ও বলেন, “এই রকম চরিত্র আমি আগে করিনি। প্রথমবার করছি। খুব হাসিখুশি একটা চরিত্র।” পাশাপাশি এই ইউনিট প্রসঙ্গে তাঁর মত, “এই ইউনিটের সঙ্গে আমি আগেও কাজ করেছি ‘পিলু’-তে। এটা দ্বিতীয়বার। খুব ভালো লাগছে। আমার সঙ্গে অনেকদিনের সম্পর্ক। প্রায় দু’বছর হতে চলল।” কয়েকদিন আগেই ইউনিটের সকলে মিলে  পিকনিকেও যাওয়া হয়েছিল। তাই নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত অভিনেত্রী। সৌমীর কথায়, “পিকনিকে খুব মজা হয়েছে। আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি। আসলে আমাদের প্রত্যেকের মধ্যে বন্ডিং খুব ভালো। তাই পিকনিকে গিয়ে আমাদের প্রচুর মজা হয়েছে।” ‘নিম ফুলের মধু’ দেখা যাচ্ছে জি বাংলায় সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায়।