Monday, February 3, 2025
টলিউডলাইম-Light

লেখকের লেখনী সংকট

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। মুক্তির অপেক্ষায় পরিচালক অতনু ঘোষের ছবি ‘শেষ পাতা’। তারই ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনের অভিজ্ঞতা জানিয়েছেন নির্মল ধর

পরিচালক অতনু ঘোষের চিত্রনাট্যে অধিকাংশ সময় মূল বা প্রধান চরিত্রের মানসিক টানাপোড়েন, দ্বিধা-দ্বন্দ্ব, অন্য চরিত্রের সঙ্গে সংঘাত জনিত অভিঘাত ইত্যাদি নিয়ে বেশ সিনেমাটিক খেলা থাকে। তাঁর নতুন ছবি (যদিও কোভিড সময়ে তৈরি) ‘শেষ পাতা’র ট্রেলার মুক্তির দিন যে ঝলকটুকু দেখান হলো, তাতে বোঝা গেল, একজন প্রবীণ সাহিত্যিকের লেখনী সংকটই (রাইটার্স ব্লক?) ছবির কেন্দ্রবিন্দু।

উপস্থিত ছবির প্রযোজক ফিরদউসুল হাসান অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিলেন তাঁর প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন-এর দশ বছর পূর্তি চলছে। ২০১৩-য় তিনি অতনু ঘোষের ‘রূপকথা নয়’ দিয়ে শুরু করেছিলেন। দশ বছর পূর্তিতে তিনি আবার অতনুর ‘শেষ পাতা’র প্রযোজনায়। এটা সত্যিই খুব আনন্দের খবর। ছবিতে লেখক বাল্মীকির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ। তিনি বললেন, “অতনুর ছবি মানেই এক নতুন অভিজ্ঞতা! ‘ময়ুরাক্ষী’-তে সৌমিত্রকাকুর সঙ্গে কাজ করে যে আনন্দ পেয়েছিলাম, যা শিখেছিলাম, তার ছিটেফোঁটা এই ছবিতে কাজে লাগাতে চেষ্টা করেছি।”

গার্গী রায়চৌধুরী এই ছবিতে মেধা নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। নাহ, চরিত্র নিয়ে কিছু বলা যাবে না। কারণ, এখানেই লুকিয়ে আছে নাটকের মিউট পয়েন্ট। ছবিতে এ ছাড়াও আছেন বিক্রম চ্যাটার্জি। তিনি বললেন “বুম্বাদা চল্লিশ বছর কাজ করছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সাড়ে তিনশো ছবি করে ফেলেছেন। আমি মাত্র তেরো বছর আছি। ওঁর মতো একজন স্টারের সঙ্গে কাজের আগ্রহ-ইচ্ছে থাকলেও এতদিন হয়নি। সেই সুযোগটা করে দিলেন অতনু ঘোষ। কী করেছি, কেমন করেছি জানি না। তবে, বুম্বাদা সবসময় উৎসাহ দিয়েছেন শুটিংয়ে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির সুরকার দেবজ্যোতি মিশ্র। শোনা যায়, তিনিই নাকি ফিরদৌসুল হাসানকে এই প্রযোজনা ব্যবসায় নিয়ে এসেছেন! দেবজ্যোতি অতনুর অন্যতম ক্রিয়েটিভ পার্টনারও। তাঁর আবহ যে কোনও ছবিকেই অন্য স্তরে পৌঁছে দেয়, একথা সকলেরই জানা। অতনু তাঁর ওপর ভরসা করেন, বিশ্বাস রাখেন। শুনলাম এই ছবিতে একজন ‘নতুন’ গায়ক রবীন্দ্রসংগীত গেয়েছেন! সেটাও ছবির ইউএসপি হতে পারে। ‘শেষ পাতা’ মুক্তি পাবে ১লা বৈশাখ, বাংলা নতুন বছরের প্রথম দিন। ইংরেজি নতুন বছর তেমন ‘শুভ’ হয়নি। আশা করা যায়, বাংলা নতুন বছর সেটুকু পুষিয়ে দেবে।