Monday, February 3, 2025
৫ফোড়ন

লেখিকা রানি

অভিনীত কোনও চরিত্র নয়। এবার সত্যি সত্যিই লেখিকা হতে চলেছেন বলিউডের রানি। অভিনেত্রী রানী মুখার্জি অভিনয় ছেড়ে লেখিকা হয়ে উঠতে চান, খবরটি প্রকাশ্যে আসতেই নানা জল্পনা শুরু। খুবই স্বাভাবিক ! যথেষ্ট শক্তিশালী এই বঙ্গললনা একটা সময় রীতিমতো পর্দা কাঁপিয়েছেন। ইদানীং তাঁকে পর্দায় তেমন দেখা না গেলেও, রানি অভিনয় ছেড়ে দেবেন, একথা কল্পনার বাইরেই ছিল। তাঁর চেহারায় গ্ল্যামারের ঘাটতি হয়েছে, এমন কথা চরম শত্রুও বলতে পারবেন না। স্বামী আদিত্য চোপড়া বলিউডের প্রথম সারির প্রযোজকদের একজন ! অন্তত, তাঁর প্রযোজনায় তো কাজের সুযোগ পেতেই পারেন রানি। কিন্তু না। রানি হাঁটলেন অন্য পথে। এখন থেকে তিনি নিজের সিনেমা কেরিয়ার ও তাকে ঘিরে বলিউডের জানা-অজানা গল্প  লিখতে চান। শোনা যাচ্ছে, আগামী বছরের ২১শে মার্চ, রানির জন্মদিনেই মুক্তি পাবে তার লেখা প্রথম বই। ২৫ বছরের কেরিয়ারে নানা ওঠাপড়া দেখেছেন রানি। সেই সবই এবার স্মৃতির সিন্দুক থেকে উঠে আসবে বইয়ের পাতায়। অভিনয় ছেড়ে লেখিকা হয়ে চূড়ান্ত সফল টুইঙ্কেল খান্না। রানির ক্ষেত্রে কী ঘটে, সেটা দেখার অপেক্ষায় সকলেই।