Monday, February 3, 2025
৫ফোড়ন

শাহরুখ নন, কার্তিক

বলিউডের নতুন বাদশা নাকি কার্তিক আরিয়ান। শাহরুখের জমানা শেষ ! আরে না না, এ মন্তব্য আমার নয়। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের গসিপ কলমে একজন কলমচি তাঁর এই মূল্যবান মতামতটি দিয়েছেন। ভাবনার উৎস কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’ ! ছবিটি বাম্পার হিট হয়েছে। তাই এহেন সিদ্ধান্ত সাংবাদিক প্রবরের। ঠিকই ভাবছেন পাঠক, এটি একটি হাস্যকর বিচারই বটে ! কয়েক দশকের সফল এক্টিং কেরিয়ার, ছবি প্রযোজনার অভিজ্ঞতা, অন্যান্য ব্যবসায় লগ্নি ও লাভ–সর্বোপরি সারা বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে বসবাসকারী এই মানুষটির সঙ্গে সেদিনের এক ছোকরার তুলনা? এ যে নিতান্তই বাতুলতা, একথা স্বয়ং কার্তিকও জানেন। কিছু ছবি ফ্লপ করেছে শাহরুখের। সেসব ধাক্কা কাটিয়ে শাহরুখ বেশ কয়েকবছর ধরেই চেষ্টা করছেন চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবার। কলেজছাত্র জাতীয় চরিত্রে যে তাঁকে এখন আর মানায় না, সে ব্যাপারে যথেষ্ট সচেতন শাহরুখ। তাই বলে, তাঁর জমানা গত, এমনটা কেউ ভাবতেই পারে না। বাদশা একজনই। তিনি শাহরুখ। ছিলেন, আছেন, থাকবেন।