Monday, February 3, 2025
বলিউডলাইম-Light

শিবভক্ত পঙ্কজ-কান্তি

নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। সিকোয়েলে শিব অবতারে অক্ষয়। পঙ্কজ ত্রিপাঠীর কান্তিশরণকে নিয়ে আগ্রহ তুঙ্গে। লিখেছেন অজন্তা সিনহা

গুজরাতি কাঞ্জি লালজি মেহতা একজন ঘোরতর নাস্তিক ! এদিকে সে মুম্বইয়ে একটি পুজো-আচ্চার সামগ্রীর দোকান চালায়। আশপাশের ধর্মভীরু মানুষকে ব্যঙ্গ-বিদ্রুপ করাই কাঞ্জি লালজির প্রধান সখ। এহেন কাঞ্জি লালজির দোকান হঠাৎই ভূমিকম্পে ধ্বসে পড়ে। মজার ব্যাপার হলো, ভূমিকম্পে শুধু কাঞ্জি লালজির দোকানই ধ্বংস হয়, বাকিদের দোকান অক্ষতই থাকে। তার বাড়ির লোকজন ও পরিচিতরা বলে, ঈশ্বরের প্রতি কাঞ্জি লালজির অভক্তিই এই দুর্ঘটনার আসল কারণ। ইন্স্যুরেন্স অফিসে গিয়ে কাঞ্জি জানতে পারে, প্রাকৃতিক দূর্যোগ-জনিত কারণে ঘটিত এই দুর্ঘটনার ক্ষতিপূরণ পাবে না সে। বিষয়টি নাকি ‘অ্যাক্ট অফ গড’-এর অধীনে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ভগবানের হাতে। অতঃপর কাঞ্জি লালজি সিদ্ধান্ত নেয়, সে ভগবানের বিরুদ্ধেই মামলা করবে। কিন্তু এর জন্য উকিল পাওয়া যাবে কোথায় ?

এ কাহিনির বাকি অংশ নিয়ে কথা বলার তেমন প্রয়োজন নেই। ২০১২-র বাম্পার হিট ছবি ‘ওহ মাই গড’ এমনই অভিনব এক বিষয় হাজির করেছিল হিন্দি ছবির দর্শক দরবারে। স্যাটায়ার ফর্মে তৈরি এই ছবিতে পরেশ রাওয়াল সাড়া ফেলে দেন কাঞ্জি লালজির চরিত্রে অভিনয় করে। তাঁর সঙ্গে পাল্লা দেন ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় অক্ষয় কুমার। ছিলেন ওম পুরি, গোবিন্দ নামদেও, মিঠুন চক্রবর্তী, মহেশ মঞ্জরেকর, পুনম ঝাওয়ার, পূজা গুপ্ত প্রমুখ এক ঝাঁক প্রতিভাশালী অভিনেতা। ভায়াকম এইটিন মোশন পিকচার্স, এস স্পাইস স্টুডিওজ, গ্রেজিং গোট পিকচার্স ও প্লেটাইম ক্রিয়েশনস প্রযোজিত ‘ওহ মাই গড’, সংক্ষেপে ‘ওএমজি’ পরিচালনা করেন উমেশ শুক্লা। বিলি কনোলির ছবি ‘দ্য ম্যান হু স্যুড গড’ অবলম্বনে গুজরাতি নাটক ‘কাঞ্জি বিরুধ কাঞ্জি’ তৈরি হয় প্রথমে। সেখান থেকেই ‘ওহ মাই গড’।

101884369
শিবভক্ত পঙ্কজ-কান্তি 7

সংবাদ মাধ্যম সূত্রে সকলেই প্রায় জেনে গেছেন অভিনব এই কনটেন্ট-যুক্ত ছবির সিকোয়েলের কথা। আগামী ১১ই আগস্ট মুক্তি পাচ্ছে ‘ওএমজি ২’! প্রযোজকদের ভাষায় এই স্পিরিচুয়াল সিকোয়েল নিয়ে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। এবারের সবচেয়ে বড় খবর হলো, ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর সংযুক্তি। বলিউড তথা ভারতবর্ষের এই সময়ের অন্যতম সেরা অভিনেতাদের একজন তিনি। বলা বাহুল্য, পঙ্কজই এ ছবির হৃৎপিণ্ড ! বুঝতেইপারছেন, ‘ওএমজি ২’-ও ভগবান বিষয়ক। তবে, এখানে গল্প কিছুটা পৃথক। পরম শিবভক্ত কান্তিশরণ মুদগা (পঙ্কজ) একজন স্নেহময় পিতা। এই মুহূর্তে ছেলেকে নিয়ে ব্যতিব্যস্ত মানুষটি ! নতুন স্কুলে যাওয়ার পর থেকে ছেলেটি মোটেই মানিয়ে নিতে পারছে না। কান্তির মাথার ওপর হাত রাখেন ভগবান শিব, তাঁকে শক্তি যোগান, যেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে পারে কান্তি। পাঠক বুঝতেই পারছেন চিত্রনাট্যের আধারে অক্ষয়কুমার অভিনীত ‘ওএমজি’-র শ্রীকৃষ্ণ অবতার ‘ওএমজি ২’-তে এসে মহাদেবে রূপান্তরিত। সেই নিরিখেই তাঁর লুক ইত্যাদি এবং একশন !!

Images 10 1
শিবভক্ত পঙ্কজ-কান্তি 8

প্রসঙ্গত, সারা দেশ জুড়ে ‘আদিপুরুষ’-কে ঘিরে বেশ খানিকটা বিরূপতা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ভারতীয় সেন্সর বোর্ড কিছুটা সাবধানী হয়েছে। মানুষের ধর্মবিশ্বাস বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সেই নিরিখেই, দেশবাসীর ভাবাবেগকে মাথায় রেখেই ‘ওএমজি ২’-এর ক্ষেত্রেও সিদ্ধান্তগুলি নেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। যদিও এ প্রসঙ্গে পঙ্কজ দৃঢ়ভাবে জানিয়েছেন, ‘ওএমজি ২’-এ এমন কিছুই নেই, যা দর্শক থুড়ি দেশবাসীর ঈশ্বর বিশ্বাস ও ভাবাবেগের ক্ষেত্রে কোনও রকম আঘাত করবে। তাঁর কথায়, ছবি দেখলেই সবাই সেটি উপলব্ধি করবেন।

Images 15 1
শিবভক্ত পঙ্কজ-কান্তি 9

‘ওএমজি ২’ পরিচালনা করেছেন অমিত রাই। এই স্পিরিচুয়াল স্যাটায়ারের কাহিনি ও চিত্রনাট্য তাঁরই লেখা। ভায়াকম এইটিন মোশন পিকচার্স এবারও ছবির অন্যতম প্রযোজনা সংস্থা। সঙ্গে আছে কেপ অফ গুড ফিল্মস ও ওয়াকাউ ফিল্মস। প্রযোজকরা হলেন, অরুণা ভাটিয়া, বিপুল ডি শাহ, রাজেশ বহেল ও অশ্বিন ভার্দে। অভিনয়ে পঙ্কজ ও অক্ষয়ের সঙ্গে আছেন বিউটিফুল ও ট্যালেন্টেড ইয়ামি গৌতম ধর, গোবিন্দ নামদেও ও অরুণ গোভিল প্রমুখ। সিনেমাটোগ্রাফার অমলেন্দু চৌধুরী। মিউজিক বিক্রম মনট্রোজ, হংসরাজ রঘুবংশী, ডি জে স্ট্রিংস, প্রণয় ও সন্দেশ শান্ডিল্য।