Monday, February 3, 2025
৫ফোড়ন

শিলার সঙ্গে শ্রী

ওঁদের জুটির প্রথম ছবি ছিল ‘১২ সেকেন্ড’। স্বল্পদৈর্ঘ্যের সেই ছবির পর এবার পূর্ণদৈর্ঘ্যের ছবিতে গায়ক-অভিনেতা শিলাজিৎ ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পরিচালক অজিতাভ বরাটের ভূতের ছবি ‘ভূতে বিশ্বাস করেন’-এ দেখা যাবে ওঁদের। বহুমুখী প্রতিভার অধিকারী শিলাজিৎ স্বতন্ত্রভাবেই নিজের এক স্থায়ী জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। মূলত ভিন্নধারার ছবিতে তাঁর সহজ-স্বাভাবিক অভিনয়ের ঝলক দেখেছে দর্শক। নিজের গুণেই পরিচালকদের হৃদয় জয় করেছেন তিনি। অন্যদিকে শ্রীলেখা একজন শিক্ষিত ও প্রতিভাময়ী অভিনেত্রী। তিনিও প্রচুর অফবিট ছবিতে কাজ করে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন। এবার ভূতের গল্পে ওঁদের রসায়ন কেমন জমে, সেটাই দেখার। পারিবারিক কাহিনির বাইরে গিয়ে এই যে ভূতুড়ে ভাবনায় শিলা-শ্রীর পরিক্রমা, তাতে দর্শকরাও যে অন্য এক রসায়নের  স্বাদ পাবে, তাতে কোনও সন্দেহ নেই। শুটিং হচ্ছে কলকাতা, বোলপুর ও উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে। আপাতত অপেক্ষা।