নতুন বছরে নতুন প্রেমের গল্প: শিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে ‘একটা গানের জন্মদিন’
বাংলার উৎসব আর গান—এই দুই যেন পরস্পরের পরিপূরক। প্রতিটি ঋতু, প্রতিটি পার্বণে গান হয়ে ওঠে বাংলার প্রাণের প্রকাশ। বিশেষ করে পয়লা বৈশাখ, বাঙালির নববর্ষ, এক নতুন শুরুর আহ্বান—যেখানে নতুন পোশাক, নতুন খাতা আর নতুন গান মিলেমিশে তৈরি করে এক আবেগমাখা মুহূর্ত। এই বছর সেই আবহেই মুক্তি পেল এক অভিনব প্রেমের গান—”একটা গানের জন্মদিন”। শিল্পী রূপঙ্কর বাগচীর কণ্ঠে I
এই গান শুধুই একটি গান নয়, সুর নয়, যেন এক নতুন করে প্রেমে পড়ার মুহূর্ত। গানের প্রতিটি লাইনে মিশে আছে ভালোবাসার স্নিগ্ধতা, প্রতিটি সুরে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া মুহূর্তের মৃদু স্পর্শ। গানটি গেয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী রূপঙ্কর বাগচী, যিনি বাংলা আধুনিক গানের জগতে এক বহুচর্চিত ও সম্মানিত নাম। তাঁর কণ্ঠে আবেগের গভীরতা সরাসরি শ্রোতাদের হৃদয়ে পৌঁছে যায়। দীর্ঘদিন ধরে তিনি শ্রোতাদের উপহার দিয়েছেন একের পর এক কালজয়ী গান।
গানের কথা লিখেছেন মনিকা বসু। তিনি শুধুই একজন গীতিকার নন, একজন প্রতিষ্ঠিত কবিও। তাঁর কবিতায় যেমন মননের ছাপ থাকে, তেমনি তাঁর গানে ধরা পড়ে অনুভবের সূক্ষ্ম ছোঁয়া। প্রেম, বিচ্ছেদ, নিঃসঙ্গতা, প্রত্যাশা—সব কিছুই যেন তাঁর লেখায় জীবন্ত হয়ে ওঠে। এই গানেও তিনি তুলে ধরেছেন এক নতুন প্রেমের সূচনা, খানিকটা নববর্ষের সকালে বাজতে থাকা নতুন জীবনের সুরের মত।
সুর ও সংগীত পরিচালনায় আছেন গোরা গুপ্ত, যাঁর সুরায়োজন গানটিকে দিয়েছে এক সমকালীন অথচ হৃদয়গ্রাহী মেজাজ। তার সুরে যেমন আধুনিকতার ছোঁয়া রয়েছে, তেমনই রয়েছে মন ছুঁয়ে যাওয়ার মতো সহজ সরলতা।
ভিডিও সম্পাদনার কাজ করেছে OTT Solutions Pvt. Ltd, যারা এই গানের ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবেও যুক্ত। একাধিক ডিজিটাল প্লাটফর্মে এই গানটি শুনতে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে অডিও প্লাটফর্ম গানা তে রূপঙ্কর বাগচী স্পেশাল প্লে-লিস্টে গানটি প্রথম স্থান দখল করে নিয়েছে। অন্যান্য বিভিন্ন প্লে-লিস্টেও গানটির অবস্থান প্রশংসনীয়।
“একটা গানের জন্মদিন” পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেলেও, এই গান শুধুমাত্র এক উৎসবের গানে সীমাবদ্ধ নয়। নতুন বছরের শুরুতে যদি আপনার মন চায় একটু সুর, একটু আবেগ, একটু ভালোবাসা—তাহলে শুনে ফেলুন “একটা গানের জন্মদিন”। কারণ, প্রতিটি নববর্ষে একটা নতুন গানের জন্ম হতেই পারে… হয়তো সেটাই হয়ে উঠবে আপনার মনের গল্প। শিল্পী রূপঙ্কর বাগচীর নতুন গানটি বাংলা সংগীত জগতকে এক নতুন মাত্রা যুক্ত করেছে। এই গান শিল্পী রূপঙ্কর বাগচীর শিল্পী প্রতিভার একটি উদাহরণ। শিল্পী রূপঙ্কর বাগচীর সুর ও সংগীত প্রযোজনা সত্যিই প্রশংসনীয়।
