শেষ পর্বে ‘সাহিত্য ও সিনেমা’, শুরু হচ্ছে ‘ফিকশন টাইম’
ভারতীয় সিনেমার কিংবদন্তি দম্পতি তপন সিংহ ও অরুন্ধতী দেবী। এ বছর দুজনেরই জন্মশতবর্ষ। ওঁদের অতুলনীয় অবদানকে স্মরণে রেখেই আমাদের গত মঙ্গলবারের ‘সাহিত্য ও সিনেমা’-র বিষয় ছিল ‘সৃজনে, সহযাত্রায় তপন ও অরুন্ধতী’। বক্তা গবেষক ও চিত্র পরিচালক শান্তনু সাহা। অত্যন্ত তথ্যনিষ্ঠ ও সুবিশ্লেষণে অনুষ্ঠানকে সমৃদ্ধ করে তোলেন তিনি। আগামী ২৯ আগস্ট হলো ‘সাহিত্য ও সিনেমা’-র শেষ পর্ব। ভারতীয় সিনেমায় নবদিগন্ত সৃষ্টিকারী মানুষদের মধ্যে অগ্রগণ্য ছিলেন তিনি। আন্তর্জাতিক খ্যাত, কিংবদন্তি সিনেমা ব্যক্তিত্ব বিমল রায়ের ছবি নিয়ে আমাদের এই সন্ধ্যার আড্ডা। একাধারে প্রযোজক, পরিচালক ও অন্যান্য নানা গুণের অধিকারী এই মানুষটির অবদানে ভারতীয় দর্শক পেয়েছেন ‘উদয়ের পথে’, ‘দো বিঘা জমিন’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘সুজাতা’, ‘বন্দিনী’র মতো ছবি। অনুষ্ঠানের বক্তা দূরদর্শন সংবাদ পাঠক, সাংবাদিক ও আকাশবাণী উপস্থাপক সুপ্রিয় রায়। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা।
বিনোদনের আকাশ আজ বহুদূর প্রসারিত। সিনেমা, টিভি সিরিয়াল, ওয়েব সিরিজ, পডকাস্ট–প্রযুক্তির দৌলতে সবই এখন হাতের মুঠোয়। উপভোক্তারা তাঁদের স্মার্ট ফোনটিকে স্পর্শ করলেই পেয়ে যাচ্ছেন যাবতীয় উপাচার। সেই অনুষঙ্গেই আমাদের ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে নতুন শো ‘ফিকশন টাইম’ আসছে আগামী ৫ই সেপ্টেম্বর থেকে। দেখবেন প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। আড্ডায় উপস্থিত থাকবেন বিনোদন সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বগণ। আর অন্যান্যবারের মতোই সঙ্গে থাকবেন আপনারা, আমাদের অত্যন্ত প্রিয় দর্শকবন্ধুরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন প্রযোজক, পরিচালক ও অভিনেতাদের উৎসাহিত করুন। নিজস্ব প্রতিনিধি