শ্রদ্ধায় সিঙ্গল টাইগার
দিশা পাটানি নয়, তাঁর মনের মানুষ শ্রদ্ধা কাপুর। এরই সঙ্গে টাইগার শ্রফ এও বললেন ‘আমি সিঙ্গল’ ! বলিউডের এই এলিজিবল ব্যাচেলরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। ডান্স ও একশনে তুখোড় এই তরুণ পর্দার বাইরেও আচার-ব্যবহারে সকলের প্রিয়। তবে, প্রেম তো আর এসব কেরিয়ার সর্বস্ব সিলেবাসে পড়ে না ! সর্বত্র একত্রে দৃশ্যমান টাইগার-দিশার সম্পর্ক নিয়ে বি টাউনে জোরদার আলোচনার মাঝেই হঠাৎ এই শ্রদ্ধা-তত্ত্ব সামনে আসায় চমকে গেছেন সকলেই। ঘটনা এই, সম্প্রতি করণ জোহরের শো-য়ে এসে নিজের সম্পর্ক নিয়ে যাবতীয় কুয়াশা কাটিয়ে দেন টাইগার। দিশার সঙ্গে কোনওদিন সম্পর্কেই ছিলেন না, তো, ভাঙন কীসের ! আর এই সূত্রেই শ্রদ্ধার প্রতি নিজের দীর্ঘদিনের অনুরাগও, যার শুরু সেই স্কুলজীবনে, প্রকাশ করেন টাইগার। তবে, সে তো এক তরফা! অর্থাৎ, আপাতত তাঁর সিঙ্গল-তত্বই চালু রইলো।