সবচেয়ে ধনী প্রসেনজিৎ
একটা লম্বা সময় ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একচেটিয়া আধিপত্য বজায় রেখে চলেছেন প্রসেনজিৎ। জনান্তিকে অনেকেই বলে, তিনিই টলিউডের হর্তা-কর্তা-বিধাতা। এতটা বাড়াবাড়ি না হলেও, নিয়ন্ত্রণের সুতোটা অনেকটাই যে প্রসেনজিতের হাতে, তাতে আর সন্দেহ কী ! এটাও বলার, এত বছর ধরে জনপ্রিয়তা ধরে রাখার ম্যাজিকটা তিনি আয়ত্ত করেছেন–সে তো এমনি এমনি হয়নি ! এমন এক তারকার মোট সম্পত্তির পরিমাণ যে বাকিদের তুলনায় অনেকটাই বেশি হবে, সেটাই তো স্বাভাবিক। সংখ্যাটা চমকে যাওয়ার মতোই বটে ! এটাও জেনে রাখুন, এই সম্পত্তির জায়গাটায় বাকিরা তাঁর থেকে অনেকটাই পিছনে। এমনকী দুই সুপারস্টার দেব ও জিৎ পর্যন্ত প্রসেনজিতের আশপাশে পৌছতে পারেননি।