Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সমসাময়িক ভাবনার নাটক ‘আসছে ভাগাড়’

বর্তমানের কর্মব্যস্ত জীবনে মানুষ ক্রমশই হয়ে পড়ছে আত্মসর্বস্ব। অপরকে পিছনে ফেলে   এগিয়ে যাওয়ার লড়াইয়ে মানুষ আজ সদাব্যস্ত। যতই আধুনিক হচ্ছি আমরা, ততই যান্ত্রিকতা গ্রাস করছে আমাদের। সহানুভূতিপ্রবণ, সমব্যথী,  সহমর্মী মানুষ ক্রমশ সংখ্যালঘু। হয়তো কঠিন  জীবনসংগ্রামই আজ আমাদের অনুভূতিহীন করে তুলেছে ! চাহিদা আর ক্ষমতার টানাপোড়েনে মানুষ আজ দিশেহারা। নিজের স্বার্থসিদ্ধিই  মানুষের একমাত্র লক্ষ্য। নিচতা, হিংস্রতা, অমানবিকতার মুখ হয়ে উঠেছে আজকের সমাজ।

সমাজের এই দগদগে ঘা থেকে ভাগাড়ের মতোই দুর্গন্ধ বেরোচ্ছে। ভাগাড়ের তবু একটা নির্দিষ্ট স্থান  আছে, যেখানে নিয়মিত ময়লা ফেলা হয়। আমরা সচেতনভাবে এড়িয়ে চলি সেই দুর্গন্ধে ভরপুর নরককে। কিন্তু সমাজের পুরোটাই যখন ভাগাড়ে পরিণত হয়, তার থেকে আদৌ কী পরিত্রাণ পাওয়া সম্ভব? গেলেও তার সঠিক পথ ও পন্থা কি? এর উত্তরই অনুসন্ধানের চেষ্টায় ভাগাড়ের মধ্য থেকেই সমাজকে দেখেছেন এবং আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন নাট্যকার, নির্দেশক কিংশুক বন্দ্যোপাধ্যায়, তাঁর নতুন নাটক ‘আসছে ভাগাড়’-এ। পরিবেশনায় কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফর্মারস।

নিবেদন যথাযথ মানযুক্ত। উপস্থিত দর্শক এই প্রযোজনা অনেকদিন মনে রাখবেন। কিংশুক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পরিচালনায় নাটকটি আগাগোড়া ছিল একইরকম টানটান। মঞ্চের  উপর আস্ত একটি ভাগাড় তৈরি করার পরিকল্পনা সত্যিই  অভিনব। আঙ্গিক এবং দৃষ্টিভঙ্গিও অভিনবত্বের  দাবি রাখে। টিমওয়ার্কও যথেষ্ট প্রশংসনীয়। অভিনেতারা প্রত্যেকেই অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁরা মানুষকে সচেতনতার বার্তা দিতে তুলে ধরেছেন সমাজের এক ভয়াল রূপ। জানাচ্ছেন ‘আসছে ভাগাড়’। আলো এবং শব্দের প্রয়োগ যথাযথ। সৃজনে কিংশুক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সরকার, দীপঙ্কর দে,  সাধনসমর পাড়ুই, বন্ধন মন্ডল, সব্যসাচী পাল, শ্রীজিত মন্ডল, অরিজিৎ ঘোষ, সুশীল কৃষ্ণ সেন প্রমুখ। অভিনয়ে অনুপম মুখার্জি, অনামিকা ধর, সঞ্জয় সরকার, কাব্য কাশ্যপ, রাকেশ সেন, সোহাগ সাহা, বিক্রম ব্যানার্জি, শম্পা মন্ডল, সম্পদ পারাল, সৌরশ্রী পারাল, প্রতুল রায়, সুপর্ণা মিস্ত্রি, কিংশুক বন্দ্যোপাধ্যায়, সৌমিতা ব্যানার্জী প্রমুখ।