সম্প্রতি মুক্তি পেলো অ্যালবাম ‘পিরীত জ্বালা’
অঙ্কিতা ব্যানার্জির বহু প্রতীক্ষিত অ্যালবাম ‘পিরীত জ্বালা’ প্রকাশিত হল গত ২৮শে আগস্ট। খুবই বর্ণময় ছিল ক্যাফে ফিউশনের সেই সন্ধ্যা। বহু তারকার সমাগমে মুক্তি পেল অ্যালবাম ‘পিরীত জ্বালা’। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সমীর আইচ, ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তী, বিখ্যাত লোকসঙ্গীতশিল্পী সুবিমল দাস ও জয়ন্তী দাস, অমিত গুহ প্রমুখ গুণী শিল্পীরা। এখানেই শেষ নয়, এই সমস্ত গুণী মানুষদের উজ্জ্বল উপস্থিতির সঙ্গে সঙ্গে আরও উপস্থিত ছিলেন আর. জে মানালি, অর্পণ চক্রবর্তী, আর্যা চক্রবর্তী, অর্ঘ্য ব্যানার্জী প্রমুখ। এঁদের পাশাপাশি এদিন আরও উপস্থিত ছিলেন রুপম ও শ্রাবণের পরিবারের আত্মীয় স্বজন ও বন্ধুমহল। মোট ৬টি গান নিয়ে প্রকাশিত হল এই অ্যালবামটি। অ্যালবামের ৬ টি গানই লিখেছেন রুপম মন্ডল।
আর সবকটি গানেরই সুর দিয়েছেন স্বর্ণাভ সরকার। ৬টি গানেই কন্ঠ দিয়েছেন ও দোতারা বাজিয়েছেন স্বর্ণাভ সরকার(শ্রাবণ) নিজেই। সঙ্গীত আয়োজন, রিদিম ও পার্কাশান বাজিয়েছেন রুপম পার্কাশানিস্ট, কীবোর্ড বাজিয়েছেন ইন্দ্রজিৎ দাস, বাঁশি বাজিয়েছেন শুভময় ঘোষ, ব্যাঞ্জো ও বেস বাজিয়েছেন অমৃত সরকার। এই অ্যালবামটির অডিও প্রোডাকশনের দায়িত্বে ছিলেন নীলাবজো নিয়োগি। এই অ্যালবামটির জন্য আর্ট ফটোগ্রাফি করেছেন সাত্যকি চট্টোপাধ্যায়। অ্যালবাম প্রকাশের দিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেবন্তি দাস। অ্যালবামটির সিডি প্রকাশিত হল গত ২৮শে আগস্ট, আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বর এর মাঝামাঝি সময় থেকেই সমস্ত ডিজিটাল স্টোরে এবং ইউটিউবেও পাওয়া যাবে ‘পিরীত জ্বালা’ অ্যালবামটি।