Monday, February 3, 2025
৫ফোড়ন

সাংবাদিক রিচা

‘মশান’ থেকে ‘গ্যাংস অফ ওয়াসিপুর’–রিচা চাড্ডার অভিনয় জীবন বৈচিত্রে ভরপুর। তিনি যে একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী, এ কথা সকলেরই জানা। মামা, দাদা, কাকা ছাড়াই তিনি বলিউডে টিকে আছেন। অন্য দিকে বলিউডের মাপে তথাকথিত গ্ল্যমারাসও নন তিনি ! আদতে অপরিহার্যতা প্রমাণে এইসবই যে তুচ্ছ, তার প্রমাণ ভুরি ভুরি আছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। পরিবারের ছায়ায় থেকে, প্রচুর গ্ল্যামার নিয়েও শেষ পর্যন্ত নিজের কাজের প্রমাণ রাখতে পারেননি, এমন নাম চাইতে হলে খুঁজতে হবে না। সম্প্রতি বি টাউনের আর এক ব্যতিক্রমী অভিনেতা অভয় দেওল সম্পর্কে নিজের স্মৃতি হাতড়ে বেশ মজার এক তথ্য বের করে আনেন রিচা। ওঁরা তখন একত্রে ‘ওয়ে লাকি লাকি ওয়ে !’ বলে ছবিটি করছেন। ঠিক তার ছ’মাস আগের কথা। সেটা তার লড়াইয়ের দিন। রিচা ভাবছেন, সাংবাদিক বা ফটোগ্রাফার হবেন ! মুম্বইয়ের  এক বিনোদন ম্যাগাজিনে ইন্টার্ন করছেন তিনি। সেই সূত্রেই অভয়ের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ। এরপরেই সিনেমা জগতে পা রাখলেন রিচা। সাইন করলেন অভয়ের বিপরীতে ‘ওয়ে লাকি লাকি ওয়ে !’ ছবিতে। রিচা জানান, তাঁর ডেবিউ ছবির সঙ্গে অভয়ের মতো অভিনেতার এভাবে জুড়ে থাকার এই ঘটনা আজও ভোলেননি তিনি।