Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সাংভি মোমেন্টস

নৃত্য এবং ফিটনেস প্রিমিয়ার ডান্স একাডেমি সাংভি ডান্স সেন্টার সম্প্রতি কলকাতার কলামন্দিরে  ‘সাংভি মোমেন্টস’ শিরোনামের এক অনুষ্ঠানের আয়োজন করে। সংস্থার দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই গ্র্যান্ড ডিকেড শো পরিচালনা করে ম্যাপফাইভ ইভেন্টস। অনুষ্ঠানের উদ্বোধন করেন  ঋষিকেশের আয়ুর্বেদিক ক্যান্সার বিশেষজ্ঞ ডঃ আর কে গুপ্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বহু বিখ্যাত মানুষ ও গুণীজন।

Img 20230702 Wa0040
সাংভি মোমেন্টস 6

প্রসঙ্গত, সাংভি ডান্স সেন্টার হল কলকাতার প্রিমিয়ার ডান্স একাডেমি। নৃত্যের ক্ষেত্রে তাদের ১০ বছরের অভিজ্ঞতা থাকলেও, ফিটনেসের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ২৩ বছরেরও বেশি। হিপহপ, জ্যাজ, কনটেম্পোরারি, হোয়েকিং, সেমি ক্লাসিক্যাল ও বলিউড স্টাইল ইত্যাদি নানা ফর্মের নৃত্য প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। ৩ থেকে ৭০ বছর বয়সী, ৫ লাখের বেশি ছাত্রছাত্রী এখানকার অভিজ্ঞ নৃত্য প্রশিক্ষকদের কাছে প্রশিক্ষণরত। জুম্বা ক্লাসের ক্ষেত্রে স্পেশালাইজড এই সংস্থা। বিশেষত, বড়দের জন্য বিশেষ ডিজাইন করা জুম্বা ক্লাসে নৃত্য ও ফিটনেস ট্রেনিংয়ের অসাধারণ সম্মেলন ঘটান হয়, যেখানে থাকে শরীর ও মনের সুস্থতার প্রতিশ্রুতি !

গ্র্যান্ড ডিকেড শো তে যে থিমগুলি উপস্থাপিত হলো–আদিযোগী(শিবকে নিবেদন করে ), লিভ-লাভ-ডান্স (আরাবিয়ান নাইটস উইথ জেসমিন), জয়েন্ট ফ্যামিলি, সামহোয়ার ওভার দ্য রেনবো, ব্ল্যাক কালার, দ্য ম্যাজিক টয়স্টোরি, জুম্বা, গঙ্গুবাই, হোয়েন আই গ্রো আপ, সুফি কত্থক, ১০ বলিউড দিভার সঙ্গে জিঙ্গল, ভগবৎ গীতা থেকে ১০টি পাঠ, ১০ কদম (বাচ্চাদের জন্য স্বাস্থ্য সচেতনতা) ইত্যাদি।

Img 20230702 Wa0044
সাংভি মোমেন্টস 7

এই উপলক্ষে, সাংভি নৃত্য কেন্দ্রের ডিরেক্টর সঙ্গীতা ভুওয়ালকা এবং বিনিতা মাজিথিয়া জানিয়েছেন,“আমাদের দশম বার্ষিক শো–সাংভি মোমেন্টস উপস্থাপন করা আমাদের জন্য একটি বড় সম্মানের। এই ধরনের ইভেন্টগুলি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণ এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। পাশাপাশি তাদের  সৃজনশীলতাকে প্রস্ফুটিত ও লালন করতেও সাহায্য করে। আমরা আনন্দিত যে আমাদের সাংভি পরিবার একটি গভীর বন্ধনে আবদ্ধ হতে পেরেছে।”