সাত পাকে বাঁধা পড়ছেন কৃতি
‘আদিপুরুষ’-এর রাম-সীতা জুটি এবার বাস্তব জীবনেও সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। ঠিকই ধরেছেন, প্রভাস এবং কৃতি স্যাননের কথাই বলছি। খবরে প্রকাশ, মলদ্বীপে এনগেজমেন্ট হবে তাঁদের। প্রভাস-কৃতির প্রেমের গুঞ্জন ছিলই। গুঞ্জন সত্যি প্রমাণ করে সীতা থুড়ি কৃতি নিজেই তাঁদের বিয়ের বিষয়ে মুখ খুললেন। প্রসঙ্গত, দুটি হৃদয়ের মিলন ঘটে ‘আদিপুরুষ’-এর শুটিংয়ের অবকাশেই। রণবীর-দীপিকা, ভিকি-ক্যাটরিনা, রনবীর-আলিয়া, সিদ্ধার্থ-কিয়ারার পর আরও এক তারকা বিবাহের সানাই বেজে উঠতে চলেছে বি টাউনে। শোনা যাচ্ছে, কৃতিকে শুভেচ্ছা জানাতে প্রস্তুত গোটা বলিউড।