Sunday, February 2, 2025
কৃষ্টি-Culture

সাধনা সরগমের নতুন বাংলা রোম্যান্টিক গান

ভারতীয় সঙ্গীতশিল্পীদের তালিকায় বহুল পরিচিত নাম সাধনা সরগম Sadhana Sargam । ধ্রুপদী হোক বা আধুনিক প্রায় সব ঘরানাতেই দেখিয়েছেন পারদর্শিতা। প্রায় ৩৪ টি ভারতীয় ভাষায় গান গেয়েছেন। বিখ্যাত বেশ কিছু চলচ্চিত্রে নেপথ্য সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর গাওয়া গানগুলি আজও ভারতীয় সঙ্গীত মহলের সম্পদ।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইনস-ডে উপলক্ষে মুক্তি পেয়েছিল তাঁর গাওয়া নতুন বাংলা রোম্যান্টিক গান ‘এসো ঝিনুক কুড়াই‘ Sadhana Sargam । বয়সের কোঠা ৫০ পেরোলেও গলা শুনে তার বোঝার উপায় নেই। তরুণ গায়িকাদের পাল্লা দিতে পারেন অনায়াসেই। তাই ‘AB Music’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া এই গানটিতে কয়েক হাজার ভিউজ হয়েছে অল্প সময়েই। তার সাথে এই ডুয়েট গানটি গেয়েছেন আরেক বিখ্যাত সঙ্গীতশিল্পী অশোক কুমার। গানটির কথা লিখেছেন বটকৃষ্ণ দে। সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন নবীন চট্টোপাধ্যায়। বিশিষ্ট যন্ত্রশিল্পী যেমন দূর্বাদল চট্টোপাধ্যায়, জয় নন্দী, রাহুল চট্টোপাধ্যায়, বুবাই নন্দী, সঞ্জয় নস্কর, সুব্রত বোস, দীপাঞ্জন রায়, সৌমেন দাস, অনুপ চক্রবর্তী প্রমুখরা বাঁশী, স্যাক্সো, কীবোর্ড, গীটার, প্যাড, পারকাশন ইত্যাদি বাজিয়েছেন।