সান বাংলায় ‘আলোর ঠিকানা ‘
নাম তার আলো। ছোটবেলা থেকে বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন। পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা। এহেন আলোর জীবন হঠাৎই বদলে যায়, যখন তার বাবা আলোর বিয়ে ঠিক করে। বিয়ে ঠিক হয় এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারে। সেই পরিবারের চার ভাইয়ের মধ্যে প্রথম তিনজন বিবাহিত। বাড়ির ছোট ছেলে সৌর্য্যর সঙ্গে আলোর বিয়ে ঠিক হয়। সচরাচর যেমন হয়, এখানে তার ঠিক বিপরীত। বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা ঘরের কাজকর্ম দেখভাল করে।
পরিবারটির মধ্যে লুকিয়ে এক জটিল রহস্য। আলো যখন এই পরিবারের সত্যতা জানতে পারে, তখন তার জীবনও এসে দাঁড়ায় সংকটের মুখে। কি করবে আলো ? আলোর স্বাধীনতা, সম্মান, নিজের স্বপ্ন ও লড়াই নিয়েই নতুন ধারাবাহিক ‘আলোর ঠিকানা’ শুরু হয়েছে গত ১৯শে সেপ্টেম্বর সান বাংলায়। দেখানো হচ্ছে প্রতিদিন রাত ৯.৩০ মিনিটে। পরিচালক রাজীব কুমার। প্রযোজনা সুরিন্দর ফিল্মস। অভিনয়ে দেবাদৃতা বসু (আলো) ও অভিরাজ চ্যাটার্জি (সৌর্য্য) এবং কৌশিকী, নীল (সুজন) মুখার্জি, শম্পা ব্যানার্জি, যুধাজিৎ, দোলন রায়, রত্না ঘোষাল, শংকর দেবনাথ, মৈত্রেয়ী মজুমদার, জয়জিৎ ব্যানার্জি, জয়শ্রী মুখার্জি, অনিন্দ্য পুলক, সাক্ষী প্রমুখ।