সারার ডাকে সাড়া নয়
বি টাউনের নয়া রোমিও কার্তিক আরিয়ান। এই সময়ের প্রায় সব নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছে তাঁর। ভাঙাগড়ার খবরও রটেছে বারবার। ব্যতিক্রম একজনই, তিনি আরিয়ানের প্রতি আগ্রহ দেখালেও সাড়া দেননি মিস্টার রোমিও। সারা আলি খান–নবাব খানদানের এই কন্যাটি তাঁর অভিনয় ক্ষমতার গুণে ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। কার্তিকের প্রতি সারার অনুরাগের কথা সকলেরই জানা। ২০২০ সালে ইমতিয়াজ আলির ছবি ‘লভ আজ কাল ২’-তে জুটি বাঁধেন তাঁরা। ছবিতে দুজনের রসায়ন নজর কাড়ে দর্শকের। পর্দার বাইরে অবশ্য কার্তিক-সারা জুটির জমে ওঠা বাস্তবায়িত হয়নি। তখন থেকেই ওঁরা ভিন্নমুখী। সারার ডাকে সাড়া না দিলেও কার্তিকের প্রেমলীলা বন্ধ হয়নি। ‘ভুল ভুলাইয়া২’-তে কিয়ারা আদবানির সঙ্গে জুটি বেঁধে, তাঁর সঙ্গে নাকি পর্দার বাইরেও রোমান্সে মাতেন কার্তিক। সারা অবশ্য এসব ঘটনা-রটনায় উদাসীনই থেকেছেন। সম্প্রতি আবু ধাবির এক অনুষ্ঠানে কার্তিককে নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে শোনা যায় একেবারে ‘কুল’ ছিলেন সারা। দেখেশুনে ওঁর পেশাদারিত্বকে বাহবা জানাতেই হয়।