সাহিত্য ও সিনেমায় প্রেম
কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বাংলা সাহিত্যের সর্বকালের অন্যতম সেরা সাহিত্যিক তিনি। মানবজীবনের বিচিত্র গতিপ্রকৃতি তাঁর কলমে জীবন্ত হয়ে উঠেছে। একইভাবে তারাশঙ্করের লেখা কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছে এক একটি কালজয়ী ছবি। গত ২৫শে এপ্রিল তারই কয়েকটি নিয়ে আলোচনা হলো আমাদের ‘সাহিত্য ও সিনেমা’ অনুষ্ঠানে। আলোচক ছিলেন চিত্র পরিচালক শান্তনু সাহা। আগামী ২রা মে এই শোয়ে থাকবে সাহিত্য ও সিনেমায় প্রেম। নাহ, নিটোল বিরহ-মিলনের কথা নয়, থাকবে প্রেমের অন্তরালে লুকিয়ে থাকা মানব মনের জটিল চাওয়া-পাওয়ার ধূসরতা। থাকবেন প্রযোজক, পরিচালক ও লেখক সত্যজিৎ দাশগুপ্ত। আগামী ৯ই মে কবিপক্ষের অনুষঙ্গে থাকছে রবীন্দ্রসাহিত্য নির্ভর সিনেমা নিয়ে আলোচনার তৃতীয় ও শেষ পর্ব। অতিথি অধ্যাপক, লেখক ও সংগীতশিল্পী ডঃ আবীর চট্টোপাধ্যায়। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকে এমনই রকমারি বিষয় ও ব্যক্তিত্ব প্রসঙ্গে আলোচনা, যেখানে সাহিত্য ও সিনেমার নিবিড় মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।