‘সাহিত্য ও সিনেমা’-য় ঋত্বিক ঘটক
দেশভাগ ও তৎপরবর্তী বাঙালি জীবনের কথা তাঁর ছবিতে ঘুরেফিরে পাই আমরা। এর বাইরে ছবি করেননি তিনি, তা নয়, তবু এই বিষয়টা কোথাও ওঁর ছবি নির্মাণের যে আবেগ, তার সঙ্গে মিলেমিশে আছে। বাংলা ছবির কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটককে নিয়ে আমাদের আড্ডা আগামী ১৪ মার্চ। শিরোনাম ‘চেনা অচেনা ঋত্বিক’। অতিথি হিসেবে থাকবেন পরিচালক সব্যসাচী ভৌমিক। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।