‘সাহিত্য ও সিনেমা’-য় নতুন-পুরোনো ছবি
আগামী ২৮ ফেব্রুয়ারি ‘সাহিত্য ও সিনেমা’-য় আমরা আলোচনা করব নতুন-পুরোনো সাহিত্য-নির্ভর বাংলা ছবি নিয়ে। থাকবে আরও নানা বিষয়ে আলোকপাত। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিল্মস ডিভিশন গভঃ অফ ইন্ডিয়ার প্রাক্তন অধিকর্তা কানু গোপাল দাস ও বাচিকশিল্পী অদিতি চক্রবর্তী। আপনারা এই অনুষ্ঠান দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। প্রতি সপ্তাহে থাকছে এমনই রকমারি বিষয়, যেখানে সাহিত্য ও সিনেমার সুচারু মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।