Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সাহিত্য ও সিনেমা

সাহিত্যের সঙ্গে সিনেমার নিবিড় সম্পর্ক চলে আসছে আবহমান কাল ধরে। এই শোয়ে আমরা বাংলা ও ভারত তথা বিশ্বের খ্যাতনামা সাহিত্যিকদের কাহিনি অবলম্বনে তৈরি সিনেমা নিয়ে আলোচনা করে চলেছি গত কয়েক সপ্তাহ ধরে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, বিমল মিত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ সাহিত্যিকের পাশাপাশি  সত্যজিৎ রায়, তপন সিংহ, ঋত্বিক ঘটক, তরুণ মজুমদার, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ চলচ্চিত্র পরিচালকের নাম বারবার উঠে এসেছে এই অনুষ্ঠানে। কয়েক সপ্তাহ আগে এই শোয়েই আমরা আলোচনা করি ঋত্বিক ঘটকের সিনেমা প্রসঙ্গে। আলোচক ছিলেন চলচ্চিত্র পরিচালক সব্যসাচী ভৌমিক। আজ আর একবার সেই পর্ব। দেখুন সন্ধ্যা ৭টায়। ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকে এমনই রকমারি বিষয় ও ব্যক্তিত্ব প্রসঙ্গে আলোচনা, যেখানে সাহিত্য ও সিনেমার একে অপরের পরিপূরক হয়ে ওঠার বিষয়টি দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীদের উৎসাহিত করুন।