Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সাহিত্য ও সিনেমা

সাহিত্য ও সিনেমার অঙ্গাঙ্গী সম্পর্ক নিয়েই আয়োজিত ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগ, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। গত ২৭ জুন ছিল ‘সিনেমার গুরু’-র দ্বিতীয় ও শেষ পর্ব। আলোচক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজাদিত্য ব্যানার্জি। পিতৃদত্ত নাম বসন্থ কুমার শিবশঙ্কর পাড়ুকোন নামে  কেউ তাঁকে চেনে না। ভারতীয় সিনেমা-জগতে তাঁর খ্যাতি গুরু দত্ত নামেই। গুরু দত্তের জন্ম ৯ই জুলাই ১৯২৫, মৃত্যু ১০ই অক্টোবর ১৯৬৪। মাত্র ৩৯ বছর বয়সে প্রয়াত হন গুরু। একান্ত অসময়ে কোন গভীর যন্ত্রনায় তিনি নিজেই নিজের জীবনে ইতি টেনে দেন, তা হয়তো আজ আর জানা যাবে না। কিন্তু, তাঁর সৃষ্ট, অভিনীত ছবিগুলি যে চিরকাল ভারতীয় সিনেমার আলোচনায় ঘুরেফিরে আসবে, সে কথা সকলেই জানেন ও মানেন। গত ১৩ জুন ছিল এই আলোচনার প্রথম পর্ব। দুটি পর্বের ‘সিনেমার গুরু’ আমাদের সেই বিরল সৃজনশীল সিনেমা ব্যক্তিত্বের কাজকে ফিরে দেখার এক প্রচেষ্টা। আগামী ৪ জুলাই এই অনুষ্ঠানে থাকছে ‘এই পথ যদি না শেষ হয়’, বাংলা সিনেমার অলটাইম গ্রেট জুটি উত্তম-সুচিত্রাকে নিয়ে বিশেষ আড্ডা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত। ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে প্রতি সপ্তাহে দর্শকদের জন্য থাকে এমনই আকর্ষণীয় ও সমৃদ্ধকর বিষয়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন।