Monday, May 12, 2025
কৃষ্টি-Culture

সাহিত্য ও সিনেমা

সাহিত্য ও সিনেমার অঙ্গাঙ্গী সম্পর্ক নিয়ে আয়োজিত আমাদের ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগ। ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থাকে এই অনলাইন লাইভ শো। গত ১৩ই জুন এবং ২৭শে জুন দুটি পর্বে ছিল ভারতীয় সিনেমার কিংবদন্তি গুরু দত্তকে নিয়ে আমাদের বিশেষ নিবেদন ‘সিনেমার গুরু’। আলোচক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রাজাদিত্য ব্যানার্জি। মনোজ্ঞ ও উপভোগ্য ছিল আলোচনা। আগামী ১৮ই জুলাই সন্ধ্যায় থাকছে ‘একশো মৃণাল’ দ্বিতীয় পর্ব। কিংবদন্তি এই পরিচালকের কাজ প্রসঙ্গে আলোচনা করবেন সব্যসাচী ভৌমিক। বাঙালির পরম প্রিয়, বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস আগামী ২৪শে জুলাই। সেই উপলক্ষে চ্যানেলের বিশেষ নিবেদন ‘মহানায়ক’ পরিবেশিত হবে ২৫শে জুলাই। আলোচক সুপ্রিয় রায়। ‘সাহিত্য ও সিনেমা’ বিভাগে প্রতি সপ্তাহে দর্শকদের জন্য থাকে এমনই আকর্ষণীয় ও সমৃদ্ধকর বিষয়। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতাদের উৎসাহিত করুন।