Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সাহিত্য-সিনেমার পরম্পরায় মানিক ও সমরেশ

বাংলা সাহিত্যের যুগপুরুষ ওঁরা–মানিক বন্দোপাধ্যায় ও সমরেশ বসু। এই দুই কিংবদন্তি সাহিত্যিকের রচনা সম্ভার কেমন করে বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছে, আগামী ৮ই আগস্ট তাই নিয়েই আলোচনা। অনুষ্ঠানের শিরোনাম ‘সাহিত্য-সিনেমার পরম্পরায় মানিক ও সমরেশ’। আলোচক আকাশবাণীর প্রাক্তন সহ-অধিকর্তা ও সংস্কৃতি-কর্মী সৌম্যেন বসু। গত মঙ্গলবার সন্ধ্যায় ছিল ‘সিনেমা ও সাহিত্যের নায়িকারা’। আলোচনায় ছিল সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, মাধবী মুখোপাধ্যায় ও সন্ধ্যা রায়–বাংলা ছবির এই পঞ্চ-নায়িকার অতুলনীয় অবদান প্রসঙ্গ। সাহিত্য-নির্ভর বাংলা ছবির এক একটি চরিত্র দর্শকের হৃদয় স্পর্শ করেছে, ওঁদের অভিনয় গুণে। আলোচক ছিলেন অভিনেত্রী ও রেডিও জকি অরুণিমা ঘোষ। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক ও  অভিনেতাদের উৎসাহিত করুন।    নিজস্ব প্রতিনিধি