Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সিঙ্গলস-এর ভিডিওতে ‘উড়ান’ জুটি

মহেশ ভাট পরিচালিত কালার্স টিভির দারুন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘উড়ান’। সাফল্যের সঙ্গে ১৩০০ পর্ব পার করেছিল এই হিন্দি ধারাবাহিক। দীর্ঘ সময় ধরে চলা সেই ‘উড়ান’ খ্যাত অভিনেতা গৌরব সারিন এবং অভিনেত্রী আমিকা শাহিল সম্প্রতি পর্দায় জুটি বাঁধলেন নতুন এক সিঙ্গলস-এর জন্য। গানটি গেয়েছেন ইন্ডিয়ান আইডল বিজয়ী সলমন আলি। নির্দেশনা বিজয় ভার্মা এবং কোরিওগ্রাফি করেছেন সঞ্জীব শর্মা। ‘উড়ান’ দিয়েই আমিকা নিজের অভিনয়ের উড়ানও শুরু করেছিলেন। পছন্দের পুরোনো জুটিকে আবারও পর্দায় ফিরে পেয়ে দর্শক কী বলছেন, তা জানতে উদগ্রীব আমিকা ও গৌরব দুজনেই। প্রসঙ্গত আমিকা বলেন, “আমি সবসময় গৌরবজির কাজের প্রশংসা করতাম। এডিটিংয়ের সময় গানটি দেখে অনেকেরই চোখ ভিজেছে। আশা করি অন্য কাজগুলোর মতোই এক্ষেত্রেও দর্শকদের শুভ কামনা ও অফুরান ভালোবাসা পাবো।”