Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সিনেমার গোড়ার কথা

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট গল্প-উপন্যাস অবলম্বনে বাংলা সিনেমার পরিচালকরা বহু উল্লেখযোগ্য ছবি নির্মাণ করেছেন। বারবার তাঁর সাহিত্য-সম্ভারের কাছে ফিরে গেছেন তাঁরা। আগামী ১১ই এপ্রিল ‘সাহিত্য ও সিনেমা’য় তেমনই কিছু ছবি নিয়ে আমাদের আলোচনা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিয় রায়। সুপ্রিয়র অনেক গুণ ও পরিচয়। তিনি দীর্ঘদিন যাবৎ আকাশবাণী এফ এম উপস্থাপক। কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠক। ফ্রি-লান্স সাংবাদিকতার অভিজ্ঞতাও আছে কয়েকটি প্রথম সারির বাংলা সংবাদপত্রে। গত সপ্তাহে এই অনুষ্ঠানে ছিল সিনেমার ইতিহাস, গোড়া থেকেই সাহিত্যের সঙ্গে তার নিবিড় পথ চলার ইতিবৃত্ত। আলোচনা সমৃদ্ধ ও মননশীল হয়ে ওঠে অধ্যাপক, গবেষক, নাট্যবিদ ও সিনেমা বিশেষজ্ঞ ডঃ গৌরাঙ্গ দণ্ডপাটের নিপুণ বিশ্লেষণে। আপনারা ‘সাহিত্য ও সিনেমা’ দেখছেন ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে, প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। এই শো-এ প্রতি সপ্তাহে থাকে এমনই রকমারি বিষয় ও ব্যক্তিত্ব প্রসঙ্গে আলোচনা, যেখানে সাহিত্য ও সিনেমার নিবিড় মেলবন্ধন দেখছি আমরা। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক, অভিনেতা ও শিল্পীদের উৎসাহিত করুন।