সুপারহিরো রণবীর
খুবই সহজাত ও শক্তিশালী এক অভিনেতা তিনি। তবে, কাপুর খানদানের চিরাগ রণবীরের কেরিয়ার সেভাবে সাফল্য-সিঁড়ি ছুঁতে পারেনি। অথচ সকলেই স্বীকার করেন তাঁর ক্ষমতার ব্যাপারটা। এহেন রণবীর ২০২২-এ আসছেন তাঁর ‘ব্রম্মাস্ত্র’ নিয়ে। ছবির নায়িকা গার্লফ্রেন্ড আলিয়া ভাট। বেশ কয়েকবছর ধরে ‘ব্রম্মাস্ত্র’ নানা কারণেই আলোচনায়। রণবীর-আলিয়ার অনস্ক্রিন কেমিস্ট্রি রণবীরের ভাগ্য পরিবর্তন করতে পারে কিনা, সেটা যেমন বি টাউনের গসিপের বিষয় ! তেমনই এ ছবিতে আছেন স্বয়ং অমিতাভ বচ্চন, নাগার্জুন, ডিম্পল কাপাদিয়া, মৌনী রায়, এমনকী ক্যামিও রোলে শাহরুখ খানও। রণবীর এখানে একজন সুপারহিরো। পরিচালক রণবীরের লাকি মানুষ অয়ন মুখার্জি। তাঁর ‘ইয়ে জওয়ানি…’ রণবীরের অন্যতম প্রধান হিট ছবি। প্রযোজক করণ জোহর। মিউজিক প্রীতম। সব মিলিয়ে ২০২২ রণবীরের জন্য শুভ হবে, এমনটাই তাঁর ভক্তদের বিশ্বাস।