সুবর্ণ সাফল্যে আবীর
দেব ও প্রসেনজিৎকে অনেকটা পিছনে ফেলে বক্স অফিসে ঝড় তুললেন আবীর চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, পুজোয় মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে সবচেয়ে ভালো স্কোর করেছে আবীর অভিনীত ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বাংলার দর্শক যে যথেষ্ট কাছে টেনে নিয়েছে ইতিহাসের প্রফেসর সুবর্ণ সেনকে, তাতে আর সন্দেহ কী ! পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সুবর্ণ সেন সিরিজ ‘গুপ্তধনের সন্ধানে’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পর বেশ খানিকটা অপেক্ষা করতে হয় দর্শককে। তারপরই এই ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। অপেক্ষার ফল বৃথা যায়নি। দর্শক দু’হাত ভরে গ্রহণ করেছে এই ছবিকে। তাঁরা আবীরকেও নম্বর দিয়েছেন উজাড় করে। ব্যোমকেশ, ফেলুদার পর প্রফেসর সুবর্ণ সেন–আবীর ইন্ডাস্ট্রিতে এভাবেই নিজের এক অন্য ইমেজ গড়ে নিয়েছেন। প্রযোজনা সংস্থা এসভিএফ যা জানিয়েছে, তাতে প্রথম তিন দিনেই ১,১০০০০ (এক লক্ষ দশ হাজার) জনের বেশি দর্শক টিকিট কেটে এই ছবি দেখেছেন। তাঁদের দাবির সত্যতা প্রতিফলিত বুক মাই শো কিংবা হল মালিকদের থেকে প্রাপ্ত তথ্যেও। সুতরাং প্রথম তিন দিনেই ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর আয় কমবেশি ২ কোটির কাছাকাছি। সুবর্ণ সেন নিঃসন্দেহে আবীরের সাফল্যের মুকুটে সোনার পালকের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন।