সুরাঞ্জলির অনন্য উদ্যোগ
উত্তরবঙ্গের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ইচ্ছেবাড়ি। সম্প্রতি এখানেই মহা সমারোহে শিলিগুড়ি সুরাঞ্জলি কালচারাল সোসাইটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সুরাঞ্জলির ছাত্রছাত্রীদের গাওয়া দুটি রবীন্দ্রসঙ্গীতও মুক্তি পেল এই সঙ্গে। গান দুটির একটি হলো, কিশোর শিল্পী দেবপর্ণা, প্রিয়াশা, সায়ন্তনী ও অভিলেখের গাওয়া ‘এই আকাশে আমার মুক্তি…’। অপরটি তরুণ শিল্পী নৈঋতা, তুহিনা ও দৃষ্টির গাওয়া ‘মন মোর মেঘের সঙ্গী…’।
দুটি গানেরই সঙ্গীতায়োজন করেছেন পুলক সরকার। অনুষ্ঠানে বিশিষ্ঠ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুলক সরকার, দীপক দাস, রানা সরকার ও মৌসুমী দাশগুপ্ত। সকলেই সুরাঞ্জলিকে শুভেচ্ছা জানান। পুলক সরকার ভবিষ্যতেও সুরাঞ্জলির সঙ্গে কাজ করার ব্যাপারে ইচ্ছাপ্রকাশ করেন। দীপক দাস সুরাঞ্জলির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। সুরাঞ্জলির পক্ষ থেকে হেমশ্রী পাল ও লপিতা ভট্টাচার্য জানান, তাঁরা ভবিষ্যতে অন্যান্য ছাত্রছাত্রীদের গানও রেকর্ড করতে চান। ভবিষ্যতে অন্যান্য গানের দলকেও তাঁরা তাঁদের এই উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।