Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

সৃজনে, সহযাত্রায় তপন ও অরুন্ধতী

বাংলা সিনেমা ও বাঙালির সাংস্কৃতিক জীবনে অতুলনীয় অবদানের স্বাক্ষর রেখেছেন ওঁরা–তপন সিংহ ও অরুন্ধতী দেবী। একে অপরের পরিপূরক ছিলেন ওঁরা। এই দুই কিংবদন্তিকে নিয়েই  আলোচনা আগামী ২২শে আগস্ট আমাদের ‘সাহিত্য ও সিনেমা’-য়। এই সন্ধ্যার নিবেদন ‘সৃজনে, সহযাত্রায় তপন ও অরুন্ধতী’। অতিথি গবেষক ও চিত্র পরিচালক শান্তনু সাহা। আন্তর্জাতিক খ্যাত, কিংবদন্তি সিনেমা ব্যক্তিত্ব বিমল রায়ের ছবি নিয়ে আমাদের আলোচনা আগামী ২৯ আগস্ট। ভারতীয় সিনেমায় নবদিগন্ত সৃষ্টিকারী মানুষদের মধ্যে অগ্রগণ্য ছিলেন তিনি। একাধারে প্রযোজক, পরিচালক ও অন্যান্য নানা গুণের অধিকারী এই মানুষটির অবদানে ভারতীয় দর্শক পেয়েছেন ‘উদয়ের পথে’, ‘দো বিঘা জমিন’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘সুজাতা’, ‘বন্দিনী’র মতো ছবি। অনুষ্ঠানের বক্তা দূরদর্শন সংবাদ পাঠক, সাংবাদিক ও আকাশবাণী উপস্থাপক সুপ্রিয় রায়। ভাবনা, পরিকল্পনা ও সঞ্চালনা অজন্তা সিনহা। সাহিত্য ও সিনেমার নিবিড় সম্পর্ক নিয়ে ‘আমার আমি’ ইউটিউব চ্যানেলে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দেখছেন ‘সাহিত্য ও সিনেমা’। প্রসঙ্গত, ২৯ আগস্ট হলো ‘সাহিত্য ও সিনেমা’-র শেষ পর্ব। নতুন বাংলা ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবির সেরা ঠিকানা ‘আমার আমি’। ‘আমার আমি’ সাবস্ক্রাইব করুন আর নতুন বাংলা ছবি, নতুন পরিচালক ও  অভিনেতাদের উৎসাহিত করুন।